সর্বশেষ গত বছর জুলাইয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট, তারপর থেকেই অভিজাত সেই ফরম্যাটে নেই টাইগাররা। ১৪ মাসের প্রতীক্ষা শেষে বৃহস্পতিবার সাদা পোশাকের অভিজাত ক্রিকেটে মাঠে নামছে বাংলাদেশ। এমন বিরতি শেষে ফের ৫দিনের ক্রিকেটে, মানিয়ে নেয়ার শঙ্কা তো থাকছেই। বুধবার অধিনায়ক মুশফিকুর রহীম সাফ জানালেন, ‘এটা নিয়ে আমরা ভাবছি না।’
ইংলিশদের বিপক্ষে দলের বোলারদের ওপর পূর্ন আস্থা আছে মুশির। জানালেন, ‘দেখুন, আবহাওয়ার কারণে উইকেটের চরিত্র চট জলদি বদলাচ্ছে। এ অবস্থায় চেনা কন্ডিশনে দলের বোলাররা সবাই ফর্মে আছেন। আমার সবার ওপর আমার আস্থা রয়েছে।’
কন্ডিশন নিয়ে মুশফিক বললেন, ‘এখানে খুব গরম পড়ছে। এমন আবহাওয়াটা আমাদের চেয়ে ইংল্যান্ডের জন্য কঠিন হয়ে দাঁড়াতে পারে। যদিও প্রায় ২০ দিন ধরে তারা এদেশে রয়েছে। তবুও এই আবহাওয়ার কারণে সারাদিন এক নাগাড়ে খেলা তাদের জন্য কষ্ট হয়ে যাবে। কন্ডিশনের এই সুবিধাটা আমরা নিতে চাই।’
তারপরও ইংল্যান্ডকে এগিয়ে রাখছেন মুশফিক। জানালেন, ‘শক্তির বিচারে অবশ্যই ইংল্যান্ড দল অনেকটা এগিয়ে। গত কয়েক বছরে দেশে-বাইরে ওরা যেরকম ক্রিকেট খেলছে, টেস্ট সিরিজে তো ওরা পরিষ্কার ফেভারিট।’
দুই ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় টেস্ট মিরপুরে, শুরু ২৮ অক্টোবর।
Discussion about this post