এইতো গত মৌসুমে তাকে দেখা গেছে পুনে ওয়ারিওর্সে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) যুবরাজ সিং খেলবেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে। এই অলরাউন্ডারকে বুধবার নিলামে ১৪ কোটি রুপিতে কিনে নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স।
বেঙ্গালুরুতে চলতে থাকা আইপিএল নিলামে ভারতের আরেক ক্রিকেটার দীনেশ কার্তিক। সাড়ে ১২ কোটি রুপিতে তাকে কিনে নিল দিল্লি ডেয়ারডেভিলস।
ধারনা করা হচ্ছিল এবারের আইপিএলে আকাশ ছোঁয়া দাম উঠবে কেভিন পিটারসেনের। সেই হিসেবে অনেকটা কম দামেই ইংল্যান্ড দল থেকে বাদ পড়া এই ক্রিকেটারকে কিনেছে দিল্লি।
পিটারসেনকে কিনতে তাদের খরচ হল ৯ কোটি রুপি।
সাড়ে ৫ কোটি রুপিতে কলকাতা নাইট রাইডার্স কিনল জ্যাক ক্যালিসকে।
Discussion about this post