প্রথম ইনিংসে আক্ষেপ নিয়ে মাঠ ছাড়েন তিনি। ১০ রানের জন্য যে শতরান পেলেন না। আক্ষেপ থাকল শ্রীলঙ্কার বিপক্ষে ক্যান্ডি টেস্টের দ্বিতীয় ইনিংসেও। এবার অপরাজিত থাকলেন ৭৪ রানে। ক্যান্ডির আকাশ ঝেপে আসা বৃষ্টিতে সর্বনাশ। এবারও শতক হলো না! তবে এতো হতাশাতেও একটা বিশ্বরেকর্ড গড়ে ফেললেন তামিম ইকবাল। রীতিমতো ১৩১ বছর পুরনো রেকর্ড ভেঙে নতুন উচ্চতায় পা রাখলেন বাংলাদেশের এই ওপেনার।
ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রোববার হাফসেঞ্চুরি তুলেই নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেলেন তামিম। মাত্র ৫৬ বলে ব্যক্তিগত অর্ধশতক তুলেন এই বাঁহাতি। তামিম যখন নিজের পঞ্চাশ করেন, তখন বাংলাদেশ দলের পুঁজি ৫২। দলের অর্ধশতক পার করা ও ব্যাটসম্যানের অর্ধশতক হাঁকানোর সময় রানের ব্যবধানে সবচেয়ে কম রেকর্ড এটি।
১৮৯০ সালে ইংল্যান্ডের বিপক্ষে দলীয় ৫৫ রানের সময় নিজের ফিফটি করে এই রেকর্ড গড়েন অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান জন জেমস লায়েন্স। ২০১৪ সালে লায়েন্সের রেকর্ডটি ছুঁয়ে ফেলেন ওয়েস্ট ইন্ডিজের তারকা ব্যাটসম্যান ক্রিস গেইল। নিউজিল্যান্ডের বিপক্ষে ৫৫ বলে ফিফটি করে এ রেকর্ড ছুঁয়ে ফেলেন তিনি।
রোববার ক্যান্ডি টেস্টের ৫ম ও শেষদিনে ৭৪ রানে অপরাজিত ছিলেন তামিম। আগের ইনিংসে ১০১ বলে ৯০ রান তুলে সাজঘরে ফিরেন এই ওপেনার।
Discussion about this post