এমনিতে তারিখ ঠিক করা আছে ২৫ জুলাই। বিসিবি-সিসিডিএম ওই সময়েই দলবদল সেরে ফেলতে আগ্রহী। কিন্তু ক্লাবগুলো কিছুতেই ঈদের আগে দলবদল করতে চাইছে না-গত কয়েকদিন ক্রিকেট ও ক্লাবপাড়ায় এমন গুঞ্জনই শোনা গেছে। সে গুঞ্জন সত্যি হতে যাচ্ছে। ক্লাবগুলো নিজেরা বসে সিদ্ধান্ত নিয়েছে ঈদের পরই দলবদল। ২৫ জুলাই তো নয়ই, আগস্টেও নয়। ক্লাবগুলোর সিদ্ধান্ত সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে দলবদল। রোববার সন্ধ্যায় হয়েছে এ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। দলবদল ও লিগ নিয়ে নানা জটিলতা এবং অনিশ্চয়তা অবসানে শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের প্রেসিডেন্ট মঞ্জুর কাদেরের অফিসে বসেছিল প্রিমিয়ারের ১২ ক্লাব। গাজী ট্যাংক ছাড়া বাকি ১১ দলই অংশ নিয়েছে ওই বৈঠকে। গাজী ট্যাংকের নতুন কর্ণধার লুত্ফর রহমান বাদল দেশের বাইরে থাকায় অংশ নিতে পারেননি। বাকি ১১ ক্লাবের সম্মিলিত সিদ্ধান্ত-সেপ্টেম্বরের ১ থেকে ৭ তারিখের মধ্যে দলবদল। আর তার অন্তত দুই সপ্তাহ পর লিগ শুরু করতে হবে।
এ সিদ্ধান্ত জানিয়ে মঞ্জুর কাদের বলেন, ‘আমরা বিসিবির কোর্টে বল ঠেলে দিতে চাই। তারাই সিদ্ধান্ত নেবে কখন লিগ শুরু করলে ভালো হয়।’
কিন্তু সেপ্টেম্বরের শেষ সপ্তাহে নিউজিল্যান্ড আসবে। অক্টোবরে বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ। এর মধ্যে লিগ চলবে? অন্তত ১৭-১৮ জন ক্রিকেটার ওই হোম সিরিজে ব্যস্ত থাকবেন। তাদের ছাড়া ক্লাবগুলো লিগ খেলতে রাজি হবে-মঞ্জুর কাদেরের ব্যাখ্যা, ‘সে কারণেই তো আমরা বল বিসিবির কোর্টে ঠেলে দিচ্ছি। তারাই ঠিক করবে কোন সময় লিগ হলে ভাোল হয়। আমরা সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে দলবদল সেরে ওই মাসেই লিগ শুরুর দাবি জানাচ্ছি। এখন বিসিবিই ঠিক করবে কখন লিগ শুরু করলে ভালো হবে। কোনো দিক থেকে আর সমস্যা থাকবে না।’
বলার অপেক্ষা রাখে না, ঈদের আগে ডোনারদের কাছ থেকে অর্থ পাওয়া কঠিন। তাই ২৫ জুলাই দলবদল না করার দাবিতে সোচ্চার ক্লাবগুলো। আর সে কারণেই দলবদল পেছাতে কোনো পক্ষ-বিপক্ষ ছিল না। সবাই একজোট হয়েই সিদ্ধান্ত নিয়েছে।
এদিকে রোববার ১১ ক্লাবের যৌথসভায় বিসিবির কাছে অর্থ সাহায্যের বিষয়টিও আলোচিত হয়েছে। এ সম্পর্কে মঞ্জুর কাদেরের ভাষ্য-‘আমরা নিজেদের কিংবা ক্লাব স্বার্থ চরিতার্থ করতে অর্থ সাহায্য চাচ্ছি না। ক্রিকেটের বৃহত্তর কল্যাণ ও উন্নতির জন্যই অর্থ সাহায্য হয়েছে। আমরা এ নিয়ে আর জোড়াজুড়ি করব না। বোর্ড সভাপতি যদি মনে করেন ক্লাবগুলোকে অর্থ সাহায্য করার প্রয়োজন আছে তাহলে দেবেন।’
তিনি কিছুই জানেন না!
রোববার পড়ন্ত বিকেলে প্রিমিয়ারের ১২ দল বৈঠকে বসছে-তা জানতেন তিনি। কিন্তু সে বৈঠকে কী সিদ্ধান্ত হয়েছে? শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের সভাপতি মঞ্জুর কাদেরের গুলশানের অফিসে রোববার সন্ধ্যায় হওয়া ১১ ক্লাবের যৌথসভা শেষে ঘড়ির কাঁটা রাত ৮টা ছোঁয়ার পরও কিছুই জানেন না সিসিডিএম সভাপতি জালাল ইউনুস! তিনি জানলেন, ক্লাবগুলোর সিদ্ধান্ত ২৫ জুলাই নয়, দলবদলের নতুন সময় ১-৭ সেপ্টেম্বর। ঢাকার ক্লাব ক্রিকেটের আয়োজক-ব্যবস্থাপক সিসিডিএমপ্রধান তথা সিসিডিএমকে পাস কাটিয়ে এমন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ক্লাবগুলোর? শুনে অনেকটাই বিস্মিত জালাল। তাত্ক্ষণিক প্রতিক্রিয়া-‘সেপ্টেম্বর-অক্টোবরে লিগ হবে কী করে? তখন তো নিউজিল্যান্ড সফর করবে। মাঠ পাওয়া যাবে না। আমার মনে হয় না এ বছর আর লিগ হবে।’
Discussion about this post