ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) বলে কথা! যেখানে টাকা উড়ে! বিশ্বের সবচেয়ে দামী এই ফ্রাঞ্চাইজি লিগের চলতি আসর শুরু হচ্ছে আগামী ১৯ সেপ্টেম্বর। করোনার কারণে ভারতে নয়, লড়াই জমবে সংযুক্ত আরব আমিরাতে।
টুর্নামেন্টটির অফিসিয়াল ব্রডকাস্টার স্টার স্পোর্টস। তারা এখন রয়েছে দারুণ মেজাজে। কারণ বিজ্ঞাপন দিতে হলে তাদেরকেই দিতে হবে। আর আইপিএল নিয়ে তো সবারই আগ্রহ। ২০ ওভারের এই ক্রিকেট যুদ্ধ চলার সময় বিজ্ঞাপন প্রচার নিয়ে নিয়ে তো আগ্রহ থাকবেই।
এ কারণেই আইপিএলের ম্যাচ সম্প্রচারের সময় প্রতি ১০ সেকেন্ড বিজ্ঞাপন দেখানোর জন্য ১০ লাখ রুপি নেবে স্টার স্পোর্টস! ভুল শুনেন নি ১০ লাখ রুপি! এই চ্যানেল বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচে প্রতি ১০ সেকেন্ডের জন্য ২৫ লাখ রুপি নিয়েছিল। বিশ্বকাপের অন্য ম্যাচের জন্য ১৬ থেকে ১৮ লাখ রুপি আয় করে স্টার স্পোর্টস।
ধারণা করা হচ্ছে করোনার কারণে এবার টেলিভিশন দর্শকদের সংখ্যা বাড়বে। দর্শক সংখ্যা সর্বকালের রেকর্ড ভাঙবে বলেও বলা হচ্ছে। কারণ ঘরবন্ধী মানুষদের ব্যাপক আগ্রহ থাকবে এবারের আইপিএলে। অফিশিয়াল স্পনসর স্টার স্পোর্টস তার পথ ধরে সর্বোচ্চ আয়ের পরিকল্পনা করছে।
গত আইপিএল টিভিতে ৪২ কোটি ৪০ লাখবার দেখা হয়েছে। অনলাইন স্ট্রিমিং চ্যানেলে ৩০ কোটি বার দেখা হয়েছে আইপিএল।
বলা দরকার গত মৌসুমে আইপিএলে বিজ্ঞাপন থেকেই তিন হাজার কোটি রুপি আয় করেছিল স্টার স্পোর্টস। এর আগেই স্টার স্পোর্টস তিন হাজার ২৭০ কোটি রুপির বিনিময়ে সম্প্রচারের স্বত্ব কিনেছে।
Discussion about this post