ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশকে ফের বড় চ্যালেঞ্জের মুখে ফেলেছে র্যাঙ্কিংয়ে পতন। সর্বশেষ আইসিসি র্যাঙ্কিংয়ে ১০ নম্বরে নেমে যাওয়ায় ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ অনিশ্চিত হয়ে পড়েছে। এর ফলে টাইগারদের বাছাইপর্ব খেলার ঝুঁকি বেড়েছে।
মে মাসে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে একটি জয় এনে নবম স্থানে উঠেছিল বাংলাদেশ। তবে ওয়েস্ট ইন্ডিজের কাছে পাকিস্তানের সিরিজ হার ক্যারিবিয়ানদের র্যাঙ্কিং উন্নত করেছে, এবং বাংলাদেশের অবস্থান আবারও দশে নেমে গেছে।
২০২৭ সালের বিশ্বকাপে খেলবে মোট ১৪ দল। এই ১৪ দলের মধ্যে শীর্ষ ৮ র্যাঙ্কিং দলের সঙ্গে দুই আয়োজক দেশ দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে সরাসরি সুযোগ পাবে। বর্তমানে দশ নম্বরে থাকা বাংলাদেশকে সরাসরি খেলার জন্য র্যাঙ্কিংয়ে উন্নতি করতে হবে।
তাদের হাতে র্যাঙ্কিং উন্নতির জন্য ২৬টি ওয়ানডে ম্যাচ আছে। তবে এর মধ্যে ১১টি ম্যাচের প্রতিপক্ষ বাংলাদেশের চেয়ে কম র্যাঙ্কিংয়ে। এগুলো জিতলে র্যাঙ্কিং সামান্য বাড়বে, কিন্তু হারলে বড় ক্ষতি হবে।
গত দুই বছরে টাইগারদের পারফরম্যান্সও বেশ অসংগতি দেখা দিয়েছে। তামিম ইকবালের অধীনে ৩৫ ম্যাচে ২১ জয় পেতে থাকা দলটি শেষ দুই বছরে ৩৪ ম্যাচে মাত্র ৯টি জয় নিয়েছে। বিশেষ করে বোলিংয়ে ধারাবাহিকতা নেই-শেষ ১৫ ম্যাচে ১১বারই রান ডিফেন্ড করতে পারেনি বাংলাদেশ।
সিনিয়র ক্রিকেটারদের বিদায়, মানহীন ঘরোয়া ক্রিকেট এবং পরিকল্পনার অভাব মিলিয়ে সংকট বাড়িয়েছে। নতুন ওয়ানডে অধিনায়ক মেহেদি হাসান মিরাজের জন্য বড় চ্যালেঞ্জ-দলকে পুনরায় প্রতিযোগিতামূলক অবস্থায় ফিরিয়ে আনা, নইলে ১০ দলের বাছাইপর্ব পাড়ি দিতে হবে বাংলাদেশকে।
Discussion about this post