ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
তিনি হারতে জানেন না। হারেনও নি কখনো। বারবারই হিসেবের ছক উল্টে দিয়ে ফিরে এসেছেন মাঠে। ফের শুরু হয়েছে লড়াই। বয়স আর ইনজুরিকে হারিয়ে ফিরতে লড়ছেন মাশরাফি বিন মর্তুজা। সেই মিশনে এই তারকাকে দেখা গেল অনুশীলনে।
সাড়ে ৮ মাসের বিরতির শেষে মিরপুরের শেরেবাংলায় অনুশীলনে দেখা গেল বাংলাদেশের সফলতম অধিনায়ককে। তিনি বলেন, ‘সবাই আমার দিকে তাকিয়ে আছে, আমিও দেখছি। সব কেমন যেন নতুন লাগছে।;
চোটের কারণে চলমান বঙ্গবন্ধু টি-টুয়েন্টির প্লেয়ার্স ড্রাফটে ছিলেন না মাশরাফি। মঙ্গলবার দেখা গেল মিরপুর একাডেমি মাঠের সেন্টার উইকেটে।
এর আগে করোনার লকডাউনের শুরুর দিকে ওজন ৭৯ কেজিতে নামিয়ে আনেন মাশরাফি। করোনায় আক্রান্ত হয়ে চলে যান মাঠের বাইরে। বন্ধ হয় ফিটনেস ট্রেনিং। এরপর ওজন বেড়ে দাঁড়ায় ৯৪ কেজি। কিন্তু এবার ওজন কমিয়ে করেছেন ৮৪ কেজি।
বোর্ডের অনুমতি নিয়েই একাডেমি মাঠে অনুশীলন করেন মাশরাফি। তিনি জানাচ্ছিলেন, ‘কোভিড পরীক্ষা করিয়েছি আমি। নেগেটিভ সার্টিফিকেট বোর্ডকে দেখাতেও চেয়েছি। তারা বলেছেন, প্রয়োজন হলে তারা চেয়ে নেবেন। বোর্ডের সঙ্গে কথা বলেই সবকিছু করেছি।’
এইতো গত বছরের মার্চে জিম্বাবুয়ে সিরিজ দিয়ে জাতীয় দলের নেতৃত্বকে বিদায় জানিয়েছেন মাশরাফি। এরপর অবশ্য আর ওয়ানডে খেলেনি বাংলাদেশ। মাশরাফির মাঠে নামার সুযোগ আসেনি।
Discussion about this post