আগের দিনই জয়ের সুবাস পেতে শুরু করেছিল অস্ট্রেলিয়া। বাকী ছিল শুধু আনুষ্ঠানিকতা। সোমবার সকালে প্রিয় সেই ভেন্যু ব্রিসবেনে সেটুকুও সেরে নিল অজিরা। শেষ দিনে বাকী ৫৬ রান তুলে নিলেন দুই ওপেনার ওয়ার্নার ও ক্যামেরন ব্যানক্রফট। ১০ উইকেটে জিতে অ্যাশেজে ১-০-তে এগিয়ে গেল স্টিভেন স্মিথের দল।
সেই ১৯৮৮ সালে ভিভ রিচার্ডসের ওয়েস্ট ইন্ডিজের কাছে হারার পর ব্রিসবেনে গত ২৯ বছরে কোনো টেস্ট হারেনি অজিরা। এবার তাদের শিকার ইংল্যান্ড। প্রথম টেস্ট জিতে অ্যাশেজ পুনরুদ্ধারের লড়াইয়ে ১-০তে এগিয়ে গেল স্বাগতিকরা।
শেষ ইনিংসে জয়ের জন্য লক্ষ্য ছিল ১৭০ রান। এর মধ্যে টেস্টের চতুর্থ দিন দিনই বিনা উইকেটে ১১৪ রান করেছিল অস্ট্রেলিয়া। সোমবার ওয়ার্নার ও ব্যানক্রফট অনায়াসে বাকীটা পথ পাড়ি দিলেন। ৮৭ রানে অপরাজিত থাকেন ওয়ার্নার। অভিষেক টেস্ট খেলতে নামা ব্যানক্রফট অপরাজিত ৮২ রানে।
এমন জয়ের পর উচ্ছাস ছুঁয়েছে অজি অধিনায়ক স্টিভেন স্মিথকে। যেমনটা বলছিলেন তিনি, ‘দেখুন, সিরিজ শুরুর আগে বেশ চাপ ছিল। আমরা যেভাবে খেলেছি, তাতে আমি সন্তুষ্ট। গ্যাবায় আমাদের রেকর্ড সব সময়ই দারুণ। সেটা ধরে রাখতে পেরে ভালো লাগছে। সত্যি বলতে কী ইংল্যান্ডের মতো ভালো একটি দলকে ১০ উইকেটে হারানো সহজ নয়। এই জয় তাই দারুণ আনন্দদায়ক।’
ব্যাটে দুর্দান্ত সেঞ্চুরি করে ম্যাচসেরা হয়েছেন স্মিথ।
সংক্ষিপ্ত স্কোর-
ইংল্যান্ড ১ম ইনিংস: ৩০২/১০ ও ২য় ইনিংস: ১৯৫/১০
অস্ট্রেলিয়া ২য় ইনিংস: ৩২৮/১০ ও ২য় ইনিংস: (লক্ষ্য ১৭০) ৫০ ওভারে ১৭৩/০ (ব্যানক্রফট ৮২*, ওয়ার্নার ৮৭*; অ্যান্ডারসন ০/২৭, ব্রড ০/২০, মইন ০/২৩, ওকস ০/৪৬, বল ০/৩৮, রুট ০/১৭)।
ফল: অস্ট্রেলিয়া ১০ উইকেটে জয়ী
ম্যাচসেরা: স্টিভেন স্মিথ
সিরিজ: ৫ ম্যাচ সিরিজের অস্ট্রেলিয়া ১-০তে এগিয়ে
Discussion about this post