জাতীয় ক্রিকেট লিগ শেষেই মাঠে গড়ানোর কথা ছিল ঢাকা প্রিমিয়ার ক্রিকেটের। কিন্তু ক্লাব ক্রিকেটের সবচেয়ে সম্মানজনক এই টুর্নামেন্ট শুরু হচ্ছে বেশ খানিকটা দেরিতে। মঙ্গলবার ক্রিকেট অপারেশন্স, গেম ডেভেলপমেন্ট ও সিসিডিএমের যৌথ সভা শেষে জানা গেল ৪ ও ৫ আগস্ট প্রিমিয়ারের দলবদল অনুষ্ঠিত হবে। এরপর ১০ অক্টোবর থেকে শুরু হবে লিগ। লিগ শেষ হবে ২৫ নভেম্বর। এই মৌসুমের ক্রিকেট লিগ শেষ হবে আরেক মৌসুমে! এর অর্থ ক্রিকেট বোর্ডের উদাসীনতায় হারিয়ে গেল ক্রিকেটের একটা মৌসুম।
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের বর্তমান চ্যাম্পিয়ন গাজী ট্যাংক ক্রিকেটার্স (লিজেন্ডস অব রুপগঞ্জ)।
এদিকে বিসিবি ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন জানিয়েছেন, ‘গতবারের সমালোচিত ও বিতর্কিত ‘প্লেয়ার্স বাই চয়েজে’ এবার দলবদল হবে না। এবারের লিগে দলবদল হবে আগের নিয়মে।’
বাংলাদেশ প্রিমিয়ার লিগ মানে বিপিএল হবে ১ ডিসেম্বর থেকে ২০১৫ সালের ৫ জানুয়ারি পর্যন্ত।
সভা শেষে এসব তথ্য দেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের সভাপতি আ জ ম নাসির ও বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন সুজন।
সভা শেষে জানা গেল প্রথম বিভাগ ক্রিকেটের দল বদল হবে ১ ও ২ সেপ্টেম্বর। লিগটা শুরু হবে ১২ অক্টোবর। দ্বিতীয় ও তৃতীয় বিভাগের দল বদল ১৭ ও ১৮ নভেম্বর এক সাথেই হবে। লিগ শুরু হবে ১৭ ডিসেম্বর।
Discussion about this post