এবার বাংলাদেশের বিপক্ষে দক্ষিণ আফ্রিকা জিতল ১০৪ রানে। বুধবারের এই জয়ে ৩ ম্যাচ ওয়ানডে সিরিজ ২-০তে জিতে নিল স্বাগতিকরা। বুধবার পার্লের বোল্যান্ড পার্কে টস জিতে প্রথমে বোলিং নেন মাশরাফি বিন মতুর্জা।এবিডি ভিলিয়ার্সের ক্যারিয়ারসেরা ১৭৬ রানের ইনিংসে প্রোটিয়ারা ৬ উইকেটে করে ৩৫৩ রান। জবাবে ৪৭.৫ ওভারে অলআউট হয়ে বাংলাদেশ তুলে ২৪৯ রান। ব্যাটসম্যানদের মধ্য তামিম-ইমরুল ছাড়া কেউই দাঁড়াতে পারেন নি।
চলুন দেখে নেই সেই ম্যাচের স্কোর-
সংক্ষিপ্ত স্কোর-
দক্ষিণ আফ্রিকা: ৫০ ওভারে ৩৫৩/৬ (আমলা ৮৫, ডি কক ৪৬, ডু প্লেসিস ০, ডি ভিলিয়ার্স ১৭৬, দুমিনি ৩০, বেহারদিন ৭**; মাশরাফি ০/৮২, তাসকিন ০/৭১, সাকিব ২/৬০, নাসির ০/৪৯, রুবেল ৪/৬২, সাব্বির ০/১১, মাহমুদউল্লাহ ০/১৬)।
বাংলাদেশ: ৪৭.৫ ওভারে ২৪৯/১০ (তামিম ২৩, ইমরুল ৬৮, লিটন ১৪, মুশফিক ৬০, সাকিব ৫, মাহমুদউল্লাহ ৩৫, সাব্বির ১৭, নাসির ৩, মাশরাফি ০, তাসকিন ৩*, রুবেল ৮*; রাবাদা ০/৪০, প্যাটারসন ১/৬৭, প্রিটোরিয়াস ২/৪৮, ফেলুকওয়ায়ো ৪/৪০, তাহির ৩/৫০)।
ফল: দক্ষিণ আফ্রিকা ১০৪ রানে জয়ী
সিরিজ: দক্ষিণ আফ্রিকা ৩ ম্যাচ সিরিজে ২-০তে এগিয়ে
ম্যাচসেরা: এবিডি ভিলিয়ার্স
Discussion about this post