ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
আইসিসির দুর্নীতি-বিরোধী নিয়ম বা অ্যান্টি করাপশন কোড লঙ্ঘনের তিনটি অভিযোগে অভিযুক্ত সাকিব আল হাসান গত অক্টোবর থেকে রয়েছেন মাঠের বাইরে। সব কিছু ঠিক থাকলে এ তারকা আর মাত্র ১০০ দিন পর ফিরবেন চেনা পরিবেশে। এজন্য তিনি রয়েছেন অপেক্ষায়।
বাংলাদেশের প্রাণ সাকিব আল হাসান। ক্রিকেট বলতেই মানুষ যাকে বোঝে তিনিই সাকিব। দীর্ঘদিন মাঠের বাইরে দেশসেরা এ অলরাউন্ডার। ধীরে ধীরে কমছে সাকিব আল হাসানের অপেক্ষার প্রহর। আইসিসির নিষেধাজ্ঞা কাটিয়ে সাকিবকে ফের স্বরূপে দেখা যাবে মাত্র ১০০ দিন বাদে।
আইসিসির নিয়ম ভঙ্গ করায় সাকিব সব ধরণের ক্রিকেট থেকে দুই বছরের জন্য নিষিদ্ধ হন। তবে এর মধ্যে এক বছর স্থগিত করা হয় দণ্ড।
আইসিসির নিষেধাজ্ঞার ফলে এক বছর খেলা থেকে বিরত সাকিব। তবে সাজার সব শর্ত মেনে চলায় ২০২০ সালের ২৯ অক্টোবর থেকে মাঠে ফিরে আসতে পারবেন। সে হিসেব মোতাবেক সাকিবের মাঠে ফিরতে বাকি ১০০ দিন।
ফলে চলতি বছরেই তিনি মাঠে ফিরতে পারবেন বলে আশা করা হচ্ছে। যদিও করোনার কারণে টাইগারদের সব খেলাই স্থগিত আছে। যার ফলে শুধু সাকিবই নন এই লম্বা সময়ে ক্রিকেটের বাইরে প্রায় সব দেশেরই ক্রিকেটাররা।
তবে ধীরে ধীরে খেলায় ফিরতে শুরু করেছে সবাই। তাই বাকি দিনগুলোতে অপেক্ষার প্রহর গুনতেই হচ্ছে সাকিব ভক্তদের।
এরআগে ২০১৮ সালে জুয়াড়িদের কাছ থেকে ম্যাচ পাতানোর প্রস্তাব পেয়েছিলেন সাকিব। সে প্রস্তাব প্রত্যাখ্যান করলেও তা গোপন রেখেছিলেন আইসিসির অ্যান্টি করাপশন অ্যান্ড সিকিউরিটি ইউনিটের (আকসু) কাছে। তথ্য গোপন করার অভিযোগে সাবেক টাইগার অধিনায়ককে সব ধরনের ক্রিকেটে নিষেধাজ্ঞা দেয় আইসিসি।
Discussion about this post