ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) চলতি আসরে শুরু থেকেই দুর্দান্ত খেলছে লিজেন্ডস অব রূপগঞ্জের। এখন পর্যন্ত ৫ ম্যাচের ১টিতে হেরেছে নারায়ণগঞ্জের দলটি। বাকি চারটি জিতেছে। তার মধ্যে আবার সবশেষ ম্যাচ দুটিতে রয়েছে জয়। স্বাভাবিকভাবেই আগামিকাল খেলাঘর সমাজ কল্যাণ সমিতিকে হারিয়ে হ্যাটট্রিক জয়ের আনন্দে মাততে চায় নাঈম ইসলামের দল।
বিকেএসপির তিন নম্বর মাঠে আগামিকাল সকাল ৯টায় ডিপিএলের ষষ্ঠ রাউন্ডের ম্যাচে খেলাঘর সমাজ কল্যান সমিতির মুখোমুখি হবে রূপগঞ্জ।
খেলাঘরের বিপক্ষে আগের পরিসংখ্যান কথা বলছে রূপগঞ্জের হয়ে। কেননা এখন পর্যন্ত এ টুর্নামেন্টে প্রতিবারই প্রতিপক্ষের বিপক্ষে জিতেছে দলটি। গত মৌসুমে লিগ পর্বে খেলাঘরকে ৬ উইকেটে হারিয়েছিল সাবেক ডিপিএল চ্যাম্পিয়নরা। এরপর সুপার লিগেও প্রতিপক্ষকে হারিয়েছি নাঈম ইমলামের দল। সেই সুখস্মৃতি নিয়েই আগামিকাল সভারের বিকেএসপিতে নামতে যাচ্ছে নায়ারণগঞ্জের দলটি।
ব্যাট হাতে এবার ডিপিএলে দারুণ খেলছেন রূপগঞ্জ অধিনায়ক নাঈম ইসলাম। এখন পর্যন্ত এ ডানহাতি ৫ ম্যাচে ২টি হাফসেঞ্চুরি ও ১টি সেঞ্চুরি করেছেন। এদিকে মোহাম্মদ ও জাকের আলি নিয়োমিতই রানের দেখা পাচ্ছেন। সবশেষ ম্যাচে সেঞ্চুরি করে ফর্মে ফিরেছেন ওপেনার মেহেদী মারুফ। দলটির বোলাররাও রয়েছেন বেশ ছন্দে। তাদের মধ্যে অন্যতম মোহাম্মদ শহিদ, ভারতীয় রিক্রট ঋষি ধাওয়ান। এদিকে নাবিল সামাদ, মুক্তার আলিরাও কোন অংশেই কম যাচ্ছেন না।
এখন পর্যন্ত ৫ ম্যাচে ৪ জয়ে টেবিলের চারে অবস্থান লিজেন্ডস অব রূপগঞ্জ। এদিকে সমান ম্যাচে সমান জয় নিয়ে শুধুমাত্র রান রেটের তারতম্যে শীর্ষে আবাহনী লিমিটেড। দুইয়ে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। আর তিনে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব। পাঁচে মোহামেডান স্পোর্টিং ক্লাবের অবস্থান। আগামিকাল খেলাঘরকে হারাতে পারলেই টেবিলের আরও উপরের দিকে উঠে যাবে নাঈম ইসলামের দল।
Discussion about this post