ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
বলে-বলে রীতিমতো ঝড় তুললেন আন্দ্রে রাসেল। অধিনায়কত্বের অভিষেকটা স্মরণীয় করে রাখলেন এই অলরাউন্ডার। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) প্রথমে ব্যাট হাতে তুলে নেন ঝড়ো সেঞ্চুরি। তারপর বল হাতে করলেন হ্যাটট্রিক। টি-টুয়েন্টি ক্রিকেটের ইতিহাসে এর আগে একই ম্যাচে হ্যাটট্রিক ও শতরান করতে পারেন নি কোন ক্রিকেটার।
আন্দ্রে রাসেলের এই রেকর্ড সাফল্যের পর ম্যাচ জিতে নিল জ্যামাইকা তালাওয়াজ। ত্রিনিবাগো নাইট রাইডার্সের বিপক্ষে ৪ উইকেটে জিতেছে তারা। ত্রিনিদাদের কুইন্স পার্ক ওভালে প্রথমে ব্যাট করতে নেমে ত্রিনিবাগো ৬ উইকেট হারিয়ে করে ২০ ওভারে ২২৩ রান। এরপর ৬ উইকেট হারিয়ে তিনবল হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায় আন্দ্রে রাসেলের দল।
টি-টুয়েন্টি ক্রিকেটের ইতিহাসে এর আগে একই ম্যাচে হ্যাটট্রিক ও শতরান করতে পারেন নি কোন ক্রিকেটার। এবার সেই কীর্তি গড়লেন আন্দ্রে রাসেল। শুক্রবার রাতে ৪০ বলে সেঞ্চুরি করেন রাসেল। যা সিপিএলের ইতিহাসের দ্রুততম সেঞ্চুরি। ২২ বলে তুলেন হাফসেঞ্চুরি। শেষ পর্যন্ত ৪৯ বলে তুলেন ১২১ রান। ছক্কা ১৩টি। চার ৬টি।
তারও আগে রাসেল করেন হ্যাটট্রিক। টানা তিন বলে ফিরিয়ে দেন ব্রেন্ডন ম্যাককালাম, ডোয়াইন ব্রাভো আর দিনেশ রামদিনকে। তিনি ছাড়া ম্যাচসেরা আবার কে?
Discussion about this post