খবরটা নিশ্চিত করেই স্বস্তির। বাংলাদেশের বিপক্ষে পুরো সিরিজের জন্যই জেসন হোল্ডারকে রাখা হয়েছে বিশ্রামে। ইনজুরির কারণে অনিশ্চিত হয়ে আছেন কেমার রোচ। পেসার শ্যানন গ্যাব্রিয়েলও নেই দলে। সব মিলিয়ে বাংলাদেশের বিপক্ষে অ্যান্টিগা টেস্টের দলটা মনের মতো ঘোষণা করতে পারেনি উইন্ডিজ।
দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের জন্য বুধবার ১২ জনের দল ঘোষণা করল ওয়েস্ট ইন্ডিজ। এক্ষেত্রে রোচ ফিটনেস টেস্টে পাশ করতে পারলে যোগ দেবেন দলের সঙ্গে। মূল স্কোয়াডে জায়গা না পেলেও রিজার্ভ তালিকায় আছেন ক্যারিবিয়ান গ্রেট শিবনারায়ন চন্দরপলের ছেলে তেজেনারায়ন চন্দরপল।
তেজেনারায়ন তার বাবার মতোই বাঁহাতি ব্যাটসম্যান। ব্যাটিংয়ের ধরনটাও প্রায় একই। অবশ্য বাবা ছিলেন মিডল অর্ডার, ছেলে ওপেনার। ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে পরপর দুই ম্যাচে সেঞ্চুরি করেই নজর কেড়েছেন নির্বাচকদের।
এদিকে আইপিএল খেলে ফেরার পর বোর্ডের কাছে বিশ্রাম চান হোল্ডার। বাংলাদেশের বিপক্ষে তিন সংস্করণের সিরিজ থেকেই তাকে বিশ্রাম দেওয়া হয়েছে।
ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট সিরিজের দুই ম্যাচ হবে ১৬ ও ২৪ জুন। প্রথম টেস্টের ভেন্যু অ্যান্টিগা। দ্বিতীয় টেস্ট সেন্ট লুসিয়ায়। সফরে টি-টুয়েন্টি সিরিজের তিনটি ম্যাচ ২, ৩ ও ৭ জুলাই। প্রথম দুই ম্যাচ হবে ডমিনিকায়, শেষ ম্যাচ হবে গায়ানায়। এই ভেন্যুতেই আগামী ১০, ১৩ ও ১৬ জুলাই তিন ওয়ানডে অনুষ্ঠিত হবে।
প্রথম টেস্টের ওয়েস্ট ইন্ডিজ দল-
ক্রেইগ ব্র্যাথওয়েট (অধিনায়ক), জার্মেইন ব্ল্যাকউড (সহ-অধিনায়ক), এনক্রুমা বনার, জন ক্যাম্পবেল, জশুয়া দা সিলভা, আলজারি জোসেফ, কাইল মেয়ার্স, গুডাকেশ মোটি, অ্যান্ডারসন ফিলিপ, রেমন রিফার, জেডেন সিলস, ডেভন টমাস।
ফিটনেস প্রমাণ সাপেক্ষে: কেমার রোচ।
রিজার্ভ: তেজেনারায়ন চন্দরপল, শারমন লুইস।
Discussion about this post