ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
করোনার কারণে পাল্টে গেছে আমাদের প্রতিটা দিন। আগের মতো আর প্রাণবন্ত হয়ে চলা ফেরার সুযোগ কোথায়? তার প্রভাব থাকছে ক্রিকেটেও। জৈব সুরক্ষা বলয়ে বন্দি ক্রিকেটাররা। বাংলাদেশ সফরেও একই দৃশ্যপটে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। এরমধ্যে কোয়ারেন্টাইন ইস্যুতে দিন তিনেক হোটেলবন্ধী হয়ে থাকতে হয়েছে তাদের। বলা হচ্ছিল শুক্রবার অনুশীলন শুরু করবে সফরকারীরা। কিন্তু একদিন আগে মানে বৃহস্পতিবারই অনুশীলন শুরু করে দিল দলটি।
তিনটি ওয়ানডের সঙ্গে ২ ম্যাচ টেস্ট সিরিজ খেলতে গত ১০ জানুয়ারি বাংলাদেশে পা রাখে উইন্ডিজ। শর্ত অনুযায়ী ৩ দিন হোটেল বন্দি কোয়ারেন্টাইন শেষে বৃহস্পতিবার অনুশীলনে নামল দলটি।
ঢাকায় টানা দুটি করোনা পরীক্ষায় নেগেটিভ হয়েও চতুর্থ দিনে গিয়ে তাদের অনুশীলনে নামার প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়। শঙ্কা ছিল পুরো ১৪ দিনের কোয়ারেন্টাইন প্রক্রিয়া নিয়ে। তবে জাতীয় স্বার্থে প্রধানমন্ত্রীর দফতরের নির্দেশে সে শঙ্কা দূর হয়েছে।
এক বিজ্ঞপ্তির মাধ্যমে তারা জানিয়েছে, বৃহস্পতিবারই অনুশীলনে ফিরবে সফরকারীরা। এদিন দুই ধাপে অনুশীলন করে উইন্ডিজ দল। সকাল ১০টায় শুরু হয় টেস্ট দলের অনুশীলন। তারপর ওয়ানডে দল অনুশীলন শুরু করে দুপুর দেড়টায়।
Discussion about this post