ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
করোনাভাইরাস সতর্কতায় বাংলাদেশ সফরে আপত্তি জানিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের নিয়মিত একাদশের ১০ ক্রিকেটার। অনেকটা নতুন চেহারার দল নিয়ে আসে ক্যারিবীয়রা। তাদের মধ্যে অন্যতম জেসন হোল্ডার, কিয়েরন পোলার্ড, সিমরন হেটমায়ার, নিকলস পুরান ও রোস্টন চেইজ। তাই তাদের ছাড়াই আগামী ১০ জানুয়ারি তিন ওয়ানডে ও দুটি টেস্ট খেলতে লাল-সবুজের দেশে পা রাখবে ওয়েস্ট ইন্ডিজ। মঙ্গলবার ব্যাপারটি নিশ্চিত করেছে দেশটির ক্রিকেট বোর্ড।
উইন্ডিজ ক্রিকেট বোর্ডের করোনানীতি জানাচ্ছে-ব্যক্তিগত নিরাপত্তার কারণ দেখিয়ে দেশের বাইরে সফর থেকে নাম প্রত্যাহার করে নিতে পারেন যে কোনো ক্রিকেটার। এ সিদ্ধান্ত ভবিষ্যতে দলে জায়গা পেতে বাধা হবে না।
বাংলাদেশ সফরে টেস্ট সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে নেতৃত্ব দেবেন ক্রেইগ ব্র্যাথওয়েট। তার সহকারী থাকবেন জার্মেইন ব্ল্যাকউড। সফরকারীদের ওয়ানডেতে নেতৃত্ব দেবেন জেসন মোহাম্মদ। আর সুনীল আমব্রিস সহ-অধিনায়কের দায়িত্ব পালন করবেন।
প্রথমবারের মত উইন্ডিজ দলে ডাক পেয়েছেন টপ অর্ডার ব্যাটসম্যান ক্যাভেম হজ। এদিকে রিজার্ভ বেঞ্চে থাকা ওপেনার শেন মোজলি ও অলরাউন্ডার কাইল মায়ার্স এবার জায়গা পেয়েছেন মূল স্কোয়াডে। ওয়ানডেতে প্রথমবারের মত ডাক পেয়েছেন স্পিনিং অলরাউন্ডার আকিল হোসেইন ও বাঁহাতি টপ অর্ডার ব্যাটসম্যান কেজর্ন ওটলি।
বাংলাদেশ সফরে আসার পর তিনদিন কোয়ারেন্টিনে থাকবে ওয়েস্ট ইন্ডিজ। এরপর তারা অনুশীলন শুরু করবে। আগামী ২০ জানুয়ারি শুরু হবে ওয়ানডে সিরিজ, তিন ম্যাচ সিরিজের বাকি ম্যাচ দুটি ২২ ও ২৫ জানুয়ারি। টেস্ট ম্যাচ দুটি শুরু হবে ৩ ও ১১ ফেব্রুয়ারি, চট্টগ্রাম ও ঢাকায়।
ওয়েস্ট ইন্ডিজ টেস্ট দল-
ক্রেইগ ব্র্যাথওয়েট (অধিনায়ক), জার্মেইন ব্ল্যাকউড, এনক্রুমা বোনের, জন ক্যাম্পবেল, রাকিম কর্নওয়াল, জশুয়া ডি সিলভা, শ্যানন গ্যাব্রিয়েল, ক্যাভেম হজ, আলজারি জোসেফ, কাইল মায়ার্স, শেন মোজলি, ভিরাসামি পেরমল, কেমার রোচ, রেমন রিফার, জোমেল ওয়ারিক্যান।
ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে দল-
জেসন মোহাম্মেদ (অধিনায়ক), সুনিল আমব্রিস, এনক্রুমা বোনের, জশুয়া ডি সিলভা, জামার হ্যামিল্টন, শেমার হোল্ডার, আকিল হোসেইন, আলজারি জোসেফ, কাইল মায়ার্স, আন্দ্রে ম্যাকার্থি, কেজর্ন ওটলি, রভম্যান পাওয়েল, রেমন রিফার, রোমারিও শেফার্ড, হেইডেন ওয়ালশ জুনিয়র।
ওয়েস্ট ইন্ডিজ-বাংলাদেশ সফর সূচি-
১৮ জানুয়ারি : ওয়ানডে প্রস্তুতি ম্যাচ, ভেন্যু: বিকেএসপি, সাভার
২০ জানুয়ারি : প্রথম ওয়ানডে, ভেন্যু: শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা
২২ জানুয়ারি: দ্বিতীয় ওয়ানডে, ভেন্যু: শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা
২৫ জানুয়ারি: তৃতীয় ওয়ানডে, ভেন্যু: জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম
২৮-৩১ জানুয়ারি, ২০২১: চারদিনের ম্যাচ, ভেন্যু: এম এ আজিজ স্টেডিয়াম, চট্টগ্রাম
৩-৭ ফেব্রুয়ারি, ২০২১: প্রথম টেস্ট, ভেন্যু: জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম
১১-১৫ ফেব্রুয়ারি, ২০২১- দ্বিতীয় টেস্ট, ভেন্যু: শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা
Discussion about this post