দুবাইয়ে ভারতের বিপক্ষে একসময় মনে হচ্ছিল, বাংলাদেশ বুঝি চ্যাম্পিয়ন্স ট্রফির সর্বনিম্ন রানের লজ্জার রেকর্ড গড়তে চলেছে। ৩৫ রানেই ৫ উইকেট হারিয়ে ধুঁকছিল টাইগাররা। কিন্তু সেখান থেকে তাওহীদ হৃদয় ও জাকের আলী অনিকের অসাধারণ জুটিতে ২২৮ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়তে সক্ষম হয় বাংলাদেশ।
২০০৪ সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাত্র ৬৫ রানে অলআউট হয়েছিল যুক্তরাষ্ট্র। বাংলাদেশের ইতিহাসে এই টুর্নামেন্টে সর্বনিম্ন স্কোর ছিল ৭৭। আজ ভারতের বিপক্ষে সেই দুঃস্বপ্ন ফিরে আসার শঙ্কা তৈরি হয়েছিল। তবে হৃদয়-জাকের জুটি ষষ্ঠ উইকেটে চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে সর্বোচ্চ ১৫৪ রান যোগ করে বাংলাদেশকে রক্ষা করেন।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ষষ্ঠ উইকেটে এতোদিন সর্বোচ্চ ১৩১ রানের জুটি ছিল দক্ষিণ আফ্রিকার। ২০০৬ আসরে দুই প্রোটিয়া জাস্টিন কেম্প ও মার্ক বাউচার পাকিস্তানের বিপক্ষে মোহালিতে জুটি গড়েন ১৩১ রানের। ১৯ বছর আগের সেই রেকর্ড আজ ছাড়িয়ে গেছেন দুই বাংলাদেশি ব্যাটার।
জাকের আলী ১১৪ বলে ৬৮ রান করেন, আর হৃদয় দুর্দান্ত ১০০ রানের ইনিংস খেলে বিদায় নেন। তাদের দৃঢ়তায় বাংলাদেশ ২২৮ রানের লড়াকু সংগ্রহ দাঁড় করায়।
দুপুরে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তবে একাদশে জায়গা হয়নি আলোচিত পেসার নাহিদ রানার। তিন পেসার নিয়ে মাঠে নামলেও তাকে দলে রাখা হয়নি। এছাড়া অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদও একাদশে জায়গা পাননি।
Discussion about this post