শুরুটা ছিল তাওহিদ হৃদয়ের বীরোচিত সেঞ্চুরি আর জাকের আলির সঙ্গে রেকর্ডগড়া জুটির গল্প। কিন্তু এরপর শুবমান গিলের অপরাজিত সেঞ্চুরিতে সব শেষ। চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে ৬ উইকেটের সহজ জয় পেল ভারত।
তাওহীদ হৃদয়ের দুর্দান্ত সেঞ্চুরিও পারলো না বাংলাদেশকে রক্ষা করতে। শুবমান গিলের দাপুটে ব্যাটিংয়ে সহজেই চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচ জিতে নিয়েছে ভারত। ২২৮ রানের পুঁজি নিয়ে লড়াই করার মতো অবস্থায় ছিল না টাইগাররা। যদিও মাঝের ওভারে কিছুটা উত্তেজনা তৈরি হয়েছিল, কিন্তু গিলের অনবদ্য সেঞ্চুরি ভারতকে ২১ বল হাতে রেখেই ৬ উইকেটের বড় জয় এনে দিয়েছে।
বাংলাদেশের ইনিংসের শুরুটাই ছিল ভয়াবহ। প্রথম দুই ওভারে সাজঘরে ফেরেন সৌম্য সরকার ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এরপর মিরাজ, তানজিদ হাসান ও মুশফিক দ্রুত বিদায় নিলে পাওয়ারপ্লেতেই ৫ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে দল। তবে চাপের মধ্যে অবিশ্বাস্য এক লড়াই উপহার দেন তাওহীদ হৃদয় ও জাকের আলী অনিক। ষষ্ঠ উইকেটে ১৫৪ রানের রেকর্ড জুটি গড়েন তারা, যা চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে সর্বোচ্চ। ৬৮ রানে জাকের আউট হলেও হৃদয় অবিচল থাকেন। ১০০ রানের দারুণ ইনিংস খেলে তিনিও বিদায় নিলে বাংলাদেশের সংগ্রহ থামে ২২৮ রানে। ভারতের হয়ে বল হাতে সবচেয়ে বড় ক্ষতিটা করেন মোহাম্মদ শামি। একাই ৫ উইকেট নিয়ে ধ্বংসস্তূপে পরিণত করেন টাইগারদের ব্যাটিং লাইনআপ।
২২৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভারত দারুণ সূচনা করে। রোহিত শর্মা ও শুবমান গিল মিলে প্রথম উইকেটে ৬৯ রান যোগ করেন। রোহিত ৪১ রানে ফিরলেও গিল ছিলেন অবিচল। বিরাট কোহলি (২২) ও শ্রেয়াস আইয়ার (১৫) আউট হলে কিছুটা চাপে পড়ে ভারত। কিন্তু লোকেশ রাহুল ও গিলের জুটিতে সহজেই জয়ের পথে এগিয়ে যায় দল। গিল ১২৫ বলে দুর্দান্ত এক সেঞ্চুরি (১০১*) করে অপরাজিত থাকেন, সঙ্গে রাহুলের ৪১ রানের ইনিংসে সহজ জয় নিশ্চিত করে ভারত।
এই হারে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচেই বড় ধাক্কা খেল বাংলাদেশ। সেমিফাইনালে যেতে হলে এখন বাকি ম্যাচগুলোতে জয় পেতেই হবে। পরবর্তী ম্যাচে টাইগারদের মুখোমুখি হতে হবে নিউজিল্যান্ডের, যারা প্রথম ম্যাচে পাকিস্তানকে হারিয়ে দুর্দান্ত ফর্মে রয়েছে।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ: ৪৯.৪ ওভারে ২২৮ (তানজিদ ২৫, সৌম্য ০, শান্ত ০, মিরাজ ৫, হৃদয় ১০০, মুশফিক ০, জাকের ৬৮, রিশাদ ১৮, তানজিম ০, তাসকিন ৩, মুস্তাফিজ ০*; শামি ১০-০-৫৩-৫, হার্শিত ৭.৪-০-৩১-৩, আকসার ৯-১-৪৩-২, পান্ডিয়া ৪-০-২০-০, জাদেজা ৯-০-৩৭-০, কুলদিপ ১০-০-৪৩-০)
ভারত: ৪৬.৩ ওভারে ২৩১/৪ (রোহিত ৪১, গিল ১০১*, কোহলি ২২, শ্রেয়াস ১৫, আকসার ৮, রাহুল ৪১*; তাসকিন ৯-০-৩৬-১, মুস্তাফিজ ৯-০-৬২-১, তানজিম ৮.৩-০-৫৮-০, মিরাজ ১০-০-৩৭-০, রিশাদ ১-০-৩৮-২)
ফল: ভারত ৬ উইকেটে জয়ী
Discussion about this post