ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
ফের ব্যস্ত হয়ে উঠছে দেশের ক্রিকেটাঙ্গন। রোববার সকালেই রাজধানীতে চলে আসবে শ্রীলঙ্কান ক্রিকেট দল। শ্রীলঙ্কান এয়ারলাইন্সের একটি বিমানে সকাল নয়টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখার কথা লঙ্কান ক্রিকেট দলের। সফরে স্বাগতিকদের সঙ্গে তারা খেলবে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ।
ঢাকায় এসে সোজা হোটেলে চলে যাবে সফরকারীরা। তারপর চলবে তিনদিন রুম কোয়ারেন্টাইন। এর মধ্যে দুবার করোনা পরীক্ষার ফল নেগেটিভ হলে ১৯ মে থেকে নিজেদের মধ্যে অনুশীলন করতে পারবে।
এই লড়াইয়ের আগে নতুন অধিনায়ক পাচ্ছে শ্রীলঙ্কা। দলের নেতৃত্বে কুশল পেরেরা। তার অধিনায়কত্বে ২০২৩ বিশ্বকাপের ‘প্রস্তুতি’ শুরু হচ্ছে বাংলাদেশ সফর দিয়ে। এর আগে বাংলাদেশ সফরের জন্য ১৮ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা। যেখানে দিমুথ করুণারত্নের সঙ্গে দলে জায়গা হয়নি দুই অভিজ্ঞ অ্যাঞ্জেলো ম্যাথুজ ও দিনেশ চান্ডিমালেরও।
নতুন ওয়ানডে অধিনায়ক কুশল সফরিনিয়ে বলছিলেন, ‘দেখুন, বাংলাদেশে ম্যাচ জিততে হলে আমাদের ভয়ডরহীন ক্রিকেট খেলতে হবে। হারের ভয় করা যাবে না। যদি আপনি আপনার জায়গা নিয়ে দুশ্চিন্তায় থাকেন, তাহলে নিজের শতভাগ দিতে পারবেন না। যদি আমরা ভয় পাই, তাহলে আমরা আরও ডুবে যাব।’
কুশল পেরেরা আরও যোগ করেন, ‘ব্যক্তিগতভাবে আমি ভয়ডরহীন ক্রিকেট খেলতে পছন্দ করি। আর আমার সাফল্যের কারণও এটিই। যখন আমি ভয় নিয়ে খেলেছি কিন্তু কাজ হয়নি। তাই আমি চাই আমার মতো খেলুক সবাই।’
বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজের প্রথম ওয়ানডে আগামী ২৩ মে। দ্বিতীয় ম্যাচটি ২৫ মে। শেষ ম্যাচটি হবে ২৮ মে। দিবারাত্রির তিনটি ম্যাচই হবে মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
Discussion about this post