তারকা খ্যাতিতে আলো ছড়িয়েছেন আগেই। এবার নিজেকে ছাড়িয়ে অনন্য এক উচ্চতায় পা রাখলেন অ্যালিসা হিলি। ক্রাইস্টচার্চে নারী বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে রোববার গড়লেন ইতিহাস। যেখানে অস্ট্রেলিয়া প্রথমে ব্যাট করতে নেমে ৫ উইকেট হারিয়ে করে ৩৫৬ রান। আর অ্যালিসা হিলি খেলেন ১৭০ রানের দেখার মতো এক ইনিংস। ১৩৮ বলে ২৬টি চারে সাজান এই ইনিংস। এটিই আইসিসি ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস।
স্যার ভিভিয়ান রিচার্ডস, রিকি পন্টিং ও অ্যাডাম গিলক্রিস্টকে পেছনে ফেলে হিলি এখন নতুন উচ্চতায়। সেই ১৯৭৯ বিশ্বকাপের ফাইনালে অপরাজিত ১৩৮ রান করেন ভিভ রিচার্ডস। ২০০৩ বিশ্বকাপের ফাইনালে রিকি পন্টিং করেন অপরাজিত ১৪০ রান। ২০০৭ বিশ্বকাপের ফাইনালে গিলক্রিস্ট করেন ১৪৯। তাদের এবার ছাড়িয়ে গেলেন হিলি। নারী বিশ্বকাপের ইতিহাসে তিনি একমাত্র ব্যাটার যে সেমি-ফাইনালের পর ফাইনালেও সেঞ্চুরি করলেন।
নারীদের বিশ্বকাপের যেকোনো আসরে সর্বোচ্চ রান করার রেকর্ডও গড়লেন এই অজি ব্যাটার। তিনি ৯ ম্যাচে ৫৬.৫৫ গড়ে করেন ৫০৯ রান। ১৯৯৭ সালে নিউ জিল্যান্ডের ক্রিকেটার ডেবি হকলি করেন ৪৫৬।
অ্যালিসা হিলির আর একটি পরিচয় আছে। তিনি অস্ট্রেলিয়ার পুরুষ দলের তারকা পেসার মিচেল স্টার্কের স্ত্রী। রোববার স্ত্রী হিলি মাঠে ব্যাট হাতে লড়াই করেন তখন গ্যালারিতে বসে হাততালি দেন স্বামী স্টার্ক। এটি ছিল হিলির প্রথম বিশ্বকাপ ফাইনাল। প্রথমেই বাজিমাত!
এদিকে মেয়েদের ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়া জিতল ৭১ রানে। সপ্তম বিশ্বকাপ শিরোপা জিতল তারা। প্রথমে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া করে মেয়েদের ওয়ানডে বিশ্বকাপের সর্বোচ্চ ৩৫৬ রান। এরপর জবাবে চারবারের শিরোপা জয়ী ইংল্যান্ড আটকে যায় ২৮৫ রানে।
Discussion about this post