ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
বিশ্বকাপের আগে তাকে নিয়ে শুরু হয়েছে শঙ্কা। অথচ দলের অন্যতম সেরা ক্রিকেটার তিনিই। তবে মাহমুদউল্লাহ রিয়াদ নেমে পড়েছেন ফেরার লড়াইয়ে। ইনজুরি সামলে উঠতে চেষ্টা করছেন। মিরপুর একাডেমি মাঠে বুধবার দেখা গেল তাকে। গণমাধ্যমকে জানালেন, রিহ্যাবের সূচি পেয়ে গেছেন। কাঁধের চোট নিয়ে খানিকটা অস্বস্তি আছে তবে দুশ্চিন্তার কিছু নেই রিয়াদের। হাসি ফুটল তার মুখে!
অবশ্য গত সোমবার সিটি স্ক্যানের রিপোর্টে দেখা যায় ‘গ্রেড-৩ টিয়ার’। মাহমুদউল্লাহ বলেন, ‘শুরুতে একটু টেনশনে পড়ে গিয়েছিলাম। ভাবিনি এই অবস্থা কাঁধের। পরে জানলাম যে খুব দুর্ভাবনার কিছু নেই। ব্যাটিং করতে সমস্যাও নেই। এখন শুধু বোলিং করতে পারব না। রিহ্যাব প্ল্যান করে দেওয়া হয়েছে। সে অনুযায়ী রানিং, জিম করছি। দুয়েকদিনের মধ্যে ব্যাটিং অনুশীলনও করব।’
মাহমুদউল্লাহ আরো বলেন, ‘বিশ্বকাপে যে অবস্থাই থাকুক, যত ওভার প্রয়োজন হবে, করে দেব।’ আগামী ৩০ মে শুরু হবে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসে বিশ্বকাপের ১২তম আসর। তার আগে এ মাসেই দল ঘোষণা করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আগামী ২ জুন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের বিশ্বকাপ মিশন। তার আগে আয়ারল্যান্ডে ৭ মে থেকে শুরু হবে টাইগারদের ত্রিদেশীয় সিরিজ।
Discussion about this post