এটা যেন এক ঢিলে দুই পাখি মারা! ক্রিকেটও খেলছেন আবার চুটিয়ে ঘুরেও বেড়াচ্ছেন! ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলতে গিয়ে সংযুক্ত আরব আমিরাতে সময়টা বেশ উপভোগ করছেন সাকিব আল হাসান। কলকাতা নাইট রাইডার্সের এই তারকা অলরাউন্ডারের সঙ্গে আছেন তার স্ত্রী উম্মে আহমেদ শিশির।
নাইট রাইডার্সের ম্যাচ খেলা আর অনুশীলনের ফাঁকে যতটা সময় মিলছে তারা দু’জন মধ্যপ্রাচ্যের ওই দেশে ঘুরে বেড়াচ্ছেন। স্ত্রীকে নিয়ে দুবাইয়ের রেস্টুরেন্টে ভিন্নস্বাদের খাবারও খাচ্ছেন তিনি। সেই খবরটা ভক্তদের জানালেন তিনি। ফেসবুকে স্ত্রীকে নিয়ে ‘সেলফি’ পোস্ট করলেন।
স্ত্রীর সঙ্গে হাসিমুখে থাকা সেই ছবির ক্যাপশনে লেখা আছে, ‘হ্যাভিং লাঞ্চ উইথ মাই গুডু!’ যে ছবিতে লাইক পড়েছে ৫০ হাজারেরও বেশি!
মধ্যপ্রাচ্যের ঐতিহ্যবাহী ক্যাপ মাথায় দিয়ে ছবিও পোষ্ট করলেন সাকিব তার ফেসবুক অফিসিয়াল ফ্যান পেজে।
http://youtu.be/BzMjqltf1DQ











Discussion about this post