ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে নিজেদের প্রস্তুত করে নিতে চেষ্টার ত্রুটি করছে না বাংলাদেশ দল। বৃহস্পতিবার দল লড়ছে প্রস্তুতি ম্যাচে। সাভারের বিকেএসপিতে লড়ছে তামিম একাদশ ও মাহমুদউল্লাহ একাদশ। যেখানে তামিম ইকবালের দলকে ১৬১ রানে আটকে দিয়েছে মাহমুদউল্লাহ রিয়াদের দল। ৪০ ওভারের ম্যাচে ৩৭.২ ওভারে হাসান মাহমুদের বোলিং তোপে দিশেহারা তামিম, লিটন দাসরা। হাসান নেন ৪ উইকেট।
টস হেরে ব্যাট করতে নামে শুরুতেই হোঁচট খায় তামিমের দল। দলীয় ১০ রানে ফেরেন ওপেনার লিটন দাস (২)। এরপরই নাজমুল হোসেন শান্তকে নিয়ে ৪০ জুটি গড়েন অধিনায়ক তামিম। ৪৩ বলে ২৮ রান করে হাসানের বলে আউট এই তারকা ওপেনার। এরপর শান্তকেও (২৭) সাজঘরের পথ দেখিয়ে দেন হাসান মাহমুদ।
সম্ভাবনা জাগিয়ে ফেরেন মোহাম্মদ মিঠুনও (১৬)। সৌম্য সরকার ও আফিফ হোসেন পঞ্চম উইকেটে জমা করেন ৫৭ রান। ভয়ঙ্কর হয়ে ওঠার আগেই সৌম্যকে ২৪ রানে ফেরান শরীফুল। ৩৫ রানে আউট আফিফ। শেষদিকে এসে একের পর এক উইকেট হারায় তামিরে দল। ২১ রানে শেষ ৬ উইকেট।
২১ বছরের ডানহাতি পেসার হাসান ৬ ওভারে এক মেডেনসহ ২১ রান দিয়ে নেন ৪ উইকেট। মাহমুদউল্লাহ একাদশের পক্ষে দুটি করে উইকেট পেয়েছেন শরীফুল ও আল আমিন। সাকিব আল হাসান ৬ ওভারে এক মেডেনসহ রান দেন ৩১টি, উইকেট পাননি বাঁহাতি স্পিনার।
সংক্ষিপ্ত স্কোর-
লাল দল: ১৬০/১০, ৩৭.২ ওভার (তামিম ২৮, লিটন ২, শান্ত ২৭, মিঠুন ১৬, সৌম্য ২৪, আফিফ ৩৫, শেখ মেহেদি ১, সাইফউদ্দিন ৭*, নাসুম ২, রুবেল ০, মুস্তাফিজ ৯; হাসান ৪/২১, শরিফুল ২/২৭, আল আমিন ২/৩২, সাকিব ১/৩১)
তামিম একাদশ
তামিম ইকবাল, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মোহাম্মদ মিঠুন, সৌম্য সরকার, আফিফ হোসেন ধ্রুব, শেখ মেহেদি হাসান, সাইফউদ্দিন, নাসুম আহমেদ, রুবেল হোসেন এবং মোস্তাফিজুর রহমান
মাহমুদউল্লাহ একাদশ
ইয়াসির আলি রাব্বি, নাইম শেখ, সাকিব আল হাসান, মুশফিকুর রহীম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, আলআমিন হোসেন এবং শরীফুল ইসলাম।
Discussion about this post