হঠাৎ করেই দুঃসংবাদ! ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলেন মাশরাফি বিন মুর্তজা। তাইতো জাতীয় দলের রঙীন পোশাকের অধিনায়ককে ভর্তি হতে হল হাসপাতালে।
এইতো শুক্রবারই জাতীয় লিগের ম্যাচ খেলতে খুলনায় যাওয়ার কথা ছিল মাশরাফির। কিন্তু হঠাৎ সব এলোমেলো হয়ে গেল। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলেন। তাইতো বৃহস্পতিবার গভীর রাতে ছুটে যেতে হল হাসপাতালে। জানা গেছে প্রচণ্ড জ্বর আক্রান্ত ম্যাশকে রাত আড়াইটার দিকে অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিসিবির চিকিৎসক দেবাশিস চৌধুরি সংবাদমাধ্যমকে জানান, “মাশরাফিতে ডেঙ্গুতে আক্রান্ত। হাসপাতালের ডাক্তারের সঙ্গে কথা হয়েছে আমার।” একটি সুত্র জানাচ্ছে ৭দিনের মধ্যেই সুস্থ হয়ে উঠবেন মাশরাফি।
জানা গেছে মাশরাফির এক বছর বয়সী ছেলে সাহেলেরও প্রচণ্ড জ্বর।
Discussion about this post