বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা আরও অবনতি হওয়ায় উদ্বেগ ছড়িয়ে পড়েছে রাজনৈতিক অঙ্গন থেকে শুরু করে সাধারণ মানুষের মাঝেও। ৮০ বছর বয়সী এই নেত্রী বর্তমানে ঢাকার এভারকেয়ার হাসপাতালে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন। তাকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার প্রস্তুতিও চলছে।
এ অবস্থায় দেশের ক্রিকেট তারকা তামিম ইকবাল রাজনীতি ভুলে মানবিকতার দৃষ্টিভঙ্গিতে সবাইকে আহ্বান জানিয়েছেন খালেদার জন্য দোয়া করার।
গত রাতে হাসপাতালে গিয়ে খালেদা জিয়ার চিকিৎসার খোঁজ নেন তামিম। চিকিৎসকদের সঙ্গে কথা বলার পর সাংবাদিকদের তিনি বলেন, ‘চিকিৎসকের সঙ্গে কথা হয়েছে। আমার একটা বার্তাই থাকবে সবার কাছে। এই জিনিসটাকে আমরা কেউ রাজনৈতিকভাবে না দেখে আমরা সবাই জানি, তিনি দেশের জন্য কত কিছুই করেছেন। তিনি এখন অসুস্থ। আমি এটাই আশা করব, অনুরোধ করব সবাইকে যে জিনিসটা রাজনৈতিকভাবে না দেখে সবাই তাঁর জন্য দোয়া করুন যেন তিনি দ্রুত সুস্থ হয়ে যান। যেমন আমরা চাই সবাই, যত দ্রুত তিনি ভালো হয়ে যান, সেই অবস্থায় এখন তিনি নেই। তবে ধীরে ধীরে হয়তো তার উন্নতি হচ্ছে।’
হাসপাতালে দাঁড়িয়ে তামিম মনে করেন নিজের কঠিন সময়ের কথা। এ বছরের মার্চে ডিপিএল চলাকালে আকস্মিক হার্ট অ্যাটাকের পর তিনিও জীবন-মৃত্যুর লড়াইয়ে ছিলেন। সেই সময় খালেদা জিয়ার পরিবারের সহমর্মিতার কথা তিনি ভোলেননি। তিনি বলেন, ‘আমি নিজেও যখন অসুস্থ হয়েছিলাম, তার পরিবারের সবাই আমাকে দেখতে এসেছিলেন। যতটা সম্ভব, ততটা সহায়তা তার (খালেদা জিয়া) পরিবারের সদস্যরা করেছিলেন। আমার একটা দায়িত্ব ছিল আর আমি অনেক দিন ধরেই চাচ্ছিলাম যে এসে তাকে একবার দেখে যাই। সিসিইউতে আছেন বলে তার সঙ্গে দেখা হওয়া সম্ভব না।’
সম্প্রতি নিজের ফেসবুক পেজেও খালেদা জিয়ার জন্য প্রার্থনা জানান তামিম। সেখানে তিনি সাবেক প্রধানমন্ত্রীর একটি হাস্যোজ্জ্বল ছবি প্রকাশ করে লিখেছিলেন যে খালেদা জিয়া বারবার প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করে সামনে এগিয়ে এসেছেন, এবং এবারও যেন সেই লড়াইয়ে জয়ী হয়ে সুস্থ হয়ে ফিরে আসেন-এটাই তার কামনা।
২৩ নভেম্বর ফুসফুস ও হৃদ্যন্ত্রের সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। তার সুস্থতার জন্য দেশজুড়ে দোয়া-মাহফিল অনুষ্ঠিত হচ্ছে।










Discussion about this post