অভিজাতদের তালিকায় উঠে গেলেন তামিম ইকবাল। মঙ্গলবার ত্রিদেশীয় সিরিজে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচে ওয়ানডেতে ছয় হাজার রানের মাইলফলক পেরিয়ে যান। বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে এই রেকর্ড ছুঁয়ে ফেলেন তিনি। এই মাইলফলক ছুঁতে এদিন প্রয়োজন ছিল ৬৬। টুর্নামেন্টে টানা তৃতীয়বার পঞ্চাশ ছাড়িয়ে সেই অর্জনটা নিজের করে নেন এ ওপেনার। ম্যাচে তার দল জিতে ৯১ রানে। আর তামিম ৭৬ রান করে হয়েছেন ম্যাচসেরা।
পরিসংখ্যান জানাচ্ছে- ৬ হাজারী ক্লাবে দ্রুততম সময়ে পা রাখেন হাশিম আমলা। ১২৩ ইনিংসেই দক্ষিণ আফ্রিকার এ ব্যাটসম্যান পৌঁছেছিলেন অনন্য এই মাইলফলকে। এরপরই রয়েছেন বিরাট কোহলি (১৩৬), ভিভ রিচার্ডস (১৪১), সৌরভ গাঙ্গুলি (১৪৭), এবি ডি ভিলিয়ার্স ( (১৭৪), ম্যাথু হেডেন (১৫৪), ব্রায়ান লারা (১৫৪), ডিন জোন্স ( ১৫৭), গ্যারি কারস্টেন (১৬০), সাইদ আনোয়ার (১৬২), রোহিত শর্মা (১৬২), রিকি পন্টিং (১৬৬), মহেন্দ্র সিং ধোনি (১৬৬), রস টেইলর (১৬৬), মার্ক ওয়াহ ( ১৬৭), জ্যাক ক্যালিস (১৬৭), মোহাম্মদ ইউসুফ (১৬৮), ক্রিস গেইল (১৬৮), শচীন টেন্ডুলকার (১৭০), রাহুল দ্রাবিড় ( ১৭০), এডাম গিলক্রিস্ট (১৭৪), মাইকেল ক্লার্ক (১৭৪) ও তামিম ইকবাল (১৭৫)।
ওয়ানডেতে ৬ হাজার রানের ক্লাবে তামিমের পরে রয়েছেন মারভান আতাপাত্তু (১৮০), নাথান অ্যাস্টল (১৮২), হার্সল গিবস (১৮৪), রামনারায়ন চন্দরপল (১৯০), বিরেন্দ্র শেওয়াগ (১৯০), কুমার সাঙ্গাকারা (১৯২), যুবরাজ সিং (১৯২) ও উপুল থারাঙ্গা (১৯২)।
Discussion about this post