অভিষেক বিশ্বকাপ। অভিষেক ম্যাচ। স্বপ্নের ছোঁয়ায় ভাল কিছু হতেই পারতো। কিন্তু হলো না। প্রত্যাশার সঙ্গে দেখা হলো না প্রাপ্তির। বিশ্বকাপে প্রথমবারের মতো খেলতে নেমে জয় দিয়ে রাঙাতে পারল না বাংলাদেশ। শনিবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিশ্বকাপের নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ নারী ক্রিকেট দল হার মানল ৩২ রানে।
নিউজিল্যান্ডের ডানেডিনের ইউনিভার্সিটি ওভাল মাঠে টস জিতে দক্ষিণ আফ্রিকাকে ব্যাটিংয়ে আমন্ত্রন জানায় বাংলাদেশ। ৪৯.৫ ওভারে অলআউট হয়ে তারা করে ২০৭ রান। জবাব দিতে নেমে ৪৯.৩ ওভারে ১৭৫ রানে অলআউট হয় বাংলাদেশের মেয়েরা।
যদিও বেশ জবাব দিয়েছিলেন উদ্বোধনী জুটিতে ৬৯ রান তুলে শামীমা সুলতানা ও শারমিন আক্তার। তারপর সেই ধারাবাহিকতাটা ধরে রাখা হয়নি। দলও হারায় পথ। পেসারদের দারুণ বোলিংয়ে দক্ষিণ আফ্রিকা অলআউট হয়। দ্বিতীয় ওয়ানডে খেলতে নামা ফারিহা তৃষ্ণা শিকার করেন তিন উইকেট। দুই অভিজ্ঞ পেসার জাহানারা আলম ও রিতু মনি নেন দুটি করে উইকেট।
শুরুতে হেরে কঠিন পরীক্ষায় টাইগ্রেসরা। সোমবার স্বাগতিক নিউজিল্যান্ডের সঙ্গে নিগার সুলতানা জ্যোতির দল।
এই ম্যাচ শুরুর আগে প্রয়াত দুই অস্ট্রেলিয়ান কিংবদন্তি রডনি মার্শ ও শেন ওয়ার্নকে স্মরণ করে দুই দল। এক মিনিট নীরবতায় স্মরণ করা হয় দুই কিংবদন্তিকে।
সংক্ষিপ্ত স্কোর-
দক্ষিণ আফ্রিকা: ৪৯.৫ ওভারে ২০৭/১০ (উলভার্ট ৪১, ব্রিটস ৮, গুডল ১২, লিস ২৫, ডু প্রিজ ১৮, ক্যাপ ৪২, ট্রায়ন ৩৯, চেট্টি ১, ইসমাইল ৩, ক্লাস ৪*, খাকা ২; জাহানারা ৯-১-২৮-২, তৃষ্ণা ১০-০-৩৫-৩, সালমা ৯-০-৪৬-১, রিতু মনি ৯.৫-১-৩৬-২, নাহিদা ৫-০-২৭-০, রুমানা ৭-০-২৯-১)।
বাংলাদেশ: ৪৯.৩ ওভারে ১৭৫/১০ (শামিমা ২৭, শারমিন ৩৪, ফারজানা ৮, মুর্শিদা ০, রুমানা ২১, নিগার ২৯, সালমা ২, রিতু ২৭, জাহানারা ৫*, নাহিদা ০, তৃষ্ণা ০; ইসমাইল ১০-০-৩৩-১, ক্যাপ ৯.৩-০-৩৭-১, খাকা ১০-৩-৩২-৪, ক্লাস ১০-১-৩৬-২, লিস ২-০-১২-০, ট্রায়ন ৮-১-২২-০)।
ফল: দক্ষিণ আফ্রিকা ৩২ রানে জয়ী।
ম্যাচসেরা: আয়াবঙ্গা খাকা।
Discussion about this post