ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
সাকিব আল হাসান এখন আছেন মাঠের বাইরে। গত অক্টোবর থেকেই নির্বাসিত বিশ্বসেরা এই অলরাউন্ডার। জুয়াড়ির প্রস্তাব গোপন করায় গত অক্টোবরে এক বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন তিনি। তারপরও ২০১৯ সালের নৈপুন্যে আলোচনাতেই আছেন সাকিব।
এবার জনপ্রিয় ধারাভাষ্যকার হার্শা ভোগলের বর্ষসেরা ওয়ানডে একাদশে জায়গা পেলেন টাইগার তারকা ক্রিকেটার। কিছুদিন আগেই সাকিবকে সম্মানিত করে ক্রিকেটের বাইবেল খ্যাত উইজডেন। ক্রিকেট অস্ট্রেলিয়ার দশক সেরা ওয়ানডে দলেও রয়েছেন সাকিব।
ক্রিকবাজের ইউটিউব চ্যানেলে দল ঘোষনা করে সাকিবকে নিয়ে ভোগলে বলছিলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটের তিন ফরম্যাটের মধ্যে ওয়ানডের মতো আর কোনো সংস্করণেই বিস্ময়কর পারফরম্যান্স নেই। আমরা খুব ভাগ্যবান দলে এমন অলরাউন্ডার পেয়েছি। সাকিবের জন্য এটি ছিল অবিশ্বাস্য এক বছর। পাঁচে ব্যাট করতে পারে আর বেশির ভাগ দিন ১০ ওভার বল করবে। যে দলেই খেলুক না কেন বেশ ভালো ভারসাম্য রাখতে পারে।’
ইংল্যান্ড বিশ্বকাপে এ বছর ৮ ইনিংসে ৮৬.৫৭ গড়ে তুলেন ৬০৬ রান। ২টি সেঞ্চুরি ও ৫টি হাফসেঞ্চুরি। ২০১৯ সালে ১১ ওয়ানডে খেলা সাকিবের ব্যাটিং গড় ৯৩.২৫। করেন ৭৪৬ রান। নেন ১৩ উইকেট।
হর্শা ভোগলের বর্ষসেরা ওয়ানডে একাদশ-
রোহিত শর্মা (ভারত), জেসন রয় (ইংল্যান্ড), বিরাট কোহলি (ভারত), বাবর আজম (পাকিস্তান), সাকিব আল হাসান (বাংলাদেশ), বেন স্টোকস (ইংল্যান্ড), জস বাটলার (ইংল্যান্ড), মিচেল স্টার্ক (অস্ট্রেলিয়া), জফরা আর্চার (ইংল্যান্ড), যশপ্রীত বুমরা (ভারত) ও কুলদ্বীপ যাদব (ভারত)।
Discussion about this post