ক্রিকেটার হার্দিক পান্ডিয়ার প্রেমে মজেছেন বলিউড তারকা উর্বশী রৌতেলা। বলা হচ্ছে উঠতি তারকার প্রেমে মজেছেন ‘রেস ৩’ ছবির এ নায়িকা। ‘মিস ইন্ডিয়া’ খেতাব জয়ী উর্বশী ২০১৫ সালে ‘মিস ইউনিভার্স’ প্রতিযোগিতায় ভারতের প্রতিনিধিত্ব করেছিলেন। ২০১৫ সালে ‘পরবাসিনী’ নামে বাংলাদেশের একটি বৈজ্ঞানিক কল্পকাহিনিভিত্তিক চলচ্চিত্রে অভিনয়ে করেন তিনি। তবে উর্বশী ‘গ্রেট গ্র্যান্ড মাস্তি’ আর ‘হেট স্টোরি ফোর’ ছবি দিয়ে আলোচনায় আসেন।
জানা গেছে সামনেই সালমান খানের ‘রেস থ্রি’ ছবিতে দেখা যাবে উর্বশীকে।তার আগে এক পার্টিতে ভারতীয় ক্রিকেটার হার্দিকের অন্তরঙ্গ ভাবে দেখা গেছে। জানা গেছে চুটিয়ে নাকি প্রেম করছেন দু’জন। ভারতিয় মিডিয়া জানাচ্ছে হার্দিক আর তাঁর ভাই ক্রুনালের সঙ্গে উর্বশীর পরিচয় হয়েছিল ভারতীয় শিল্পপতি গৌতম সিংহানিয়ার এক পার্টিতে। তারপর থেকেই সম্পর্কটা গভীর হচ্ছে!
অবশ্য তারও আগে হার্দিকের প্রেম ছিল সুইডিশ নায়িকা এলি আভরামের সঙ্গে। গত বছর ডিসেম্বরে হার্দিকের ভাইয়ের বিয়ের অনুষ্ঠানে যান এই ভিনদেশী। তাকে ছেড়ে এবার হার্দিক মজেছেন আবেদনময়ী উর্বশীর প্রেমে!
Discussion about this post