ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
ইনজুরি তার ক্যারিয়ারটাই এলোমেলো করে দিয়েছে। অথচ সেরাদের সেরা হয়েই ক্যারিয়ারের পথচলা শুরু হয়েছিল তার। শুরুতেই আইসিসির বর্ষসেরা উদীয়মান ক্রিকেটার। এমন কী ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে অভিষেকেই বাজিমাত করেছিলেন তিনি। সেই সাফল্যের ধারাবাহিকতাটা ধরে রাখা হয়নি। ইনজুরিতে পড়ে সর্বনাশ। তবে আবারো ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছেন মুস্তাফিজ। সেই ধারাবাহিকতা ধরে রেখে এখন এশিয়া কাপে ঝড় তোলার অপেক্ষায় কাটার মাস্টার!
ওয়েস্ট ইন্ডিজের বল হাতে ভালো খেলা মুস্তাফিজ অবশ্য এখনো ফিটনেসটা ফিরে পাননি। বৃহস্পতিবার মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে গণমাধ্যমের সামনে দ্য ফিজ বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজে নিজের শতভাগ বোলিং করতে পারি নি। সামর্থ্যের ৬০ ভাগ দিতে পেরেছি আমি। পেস বোলারদের ছন্দের একটা ব্যাপার আছে। আমি এখন সুস্থ, তবে আমার ছন্দটা আরও ভালো হওয়া সম্ভব।’
এশিয়া কাপ এবার বসছে সংযুক্ত আর আমিরাতে। ১৫ সেপ্টেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। আমিরাতে এর আগেও খেলার অভিজ্ঞতা রয়েছে এই পেসারের। তার আগে বলছিলেন, ‘আমিরাতে আমি ২০১৪ সালে খেলেছিলাম। সেখানে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে খেলার অভিজ্ঞতা আছে। তখন যেই মাঠে খেলেছি সেই মাঠেই এবার খেলা হবে। সব কিছু প্রায় আমাদের মতই হবে।’
এখন মিরপুরে চলছে অনুশীলনে ব্যস্ত বাংলাদেশ। দেশ ছাড়ার আগে গোটা দল হোম অব ক্রিকেটে নিজেদের প্রস্তুত করে নেবে। দলের সঙ্গে আছেন নতুন হেড কোচ স্টিভ রোডস। তার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা নিয়ে মুস্তাফিজ জানান, ‘আগে হাথু (চন্ডিকা হাথুরুসিংহে) ছিলেন। এখন নতুন কোচ এসেছে। একের কোচের পরিকল্পনার ধরন একেক রকম। আলাদা আলাদা হলেও খুব বেশি পরিবর্তন অবশ্য নেই। এই কোচের পরিকল্পনাও একটু ভিন্ন। সবাই যদি আমরা মেনে চলতে পারি তাহলে সামনে এগিয়ে যাওয়া সম্ভব।’
শুরুতে সাফল্য। এরপর চোটে মাঠের বাইরে। এখন নিজেকে ফিরে পেতে লড়ছে। জীবন কি কিছুটা পাল্টালো মুস্তাফিজের? ‘আমি আগে সাধারণ মুস্তাফিজ ছিলাম। আগে কেউ চিনত না! আর এখন আমাকে মানুষ চিনে। এছাড়া আর কোন পরিবর্তন নেই আমরা।’-বলছিলেন কাটার মাস্টার
Discussion about this post