সিঙ্গাপুরের বিপক্ষে জিতলেও শ্রীলঙ্কার কাছে হারতে হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ ক্রিকেট দলকে। এসিসি এমার্জিং টিমস কাপে কাল বাংলাদেশ ৬২ রানের বড় ব্যবধানে হেরেছে শ্রীলঙ্কার কাছে। সিঙ্গাপুরের পেডাং ক্রিকেট ক্লাব মাঠে ২৬০ রানের বড় টার্গেট তাড়া করতে নেমে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল ১৯৭ রানে অল আউট হয়। সেমিফাইনালে খেলতে হলে ২২ আগস্ট সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে জয় পেতেই হবে বাংলাদেশকে। টস জিতে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ে পাঠান বাংলাদেশ অধিনায়ক মাহমুদুল হাসান। ওপেনার জয়সুন্দরার ৭০, জুনিয়র জয়াসুরিয়ার ৮৫ রানের সুবাদে ৬ উইকেটে তোলে ২৫৯। ২৬০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই বিপদে পড়ে যুব দল। ১৯ রানে হারিয়ে বসে ২ উইকেট। এরপর অবশ্য লিটন কুমার-রনি তালুকদার ৭৪ রান তুলে ভালো জায়গায় নিয়ে যান দলকে। কিন্তু ৫৬ রানে রনি ও ৩৯ রান করে লিটন ফিরে গেলে নিয়মিত উইকেট পড়তে থাকে বাংলাদেশের। শেষ পর্যন্ত ৪৭.৪ ওভারে ১৯৭ রানেই অল আউট বাংলাদেশ যুবারা।
সংক্ষিপ্ত স্কোর-
শ্রীলঙ্কা অনূর্ধ্ব-২৩ দল : ২৫৯/৬ (জয়সুন্দরা ৭০, জুনিয়র জয়াসুরিয়া ৮৫; সাব্বির ৩/৪৪)। বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল : ১৯৭/১০ (রনি ৫৬, লিটন ৩৯, সাব্বির ১৪, মাহমুদুল ২১, আসিফ ৩৬; জয়াসপাথি ৫/২০)।
ফল : শ্রীলঙ্কা ৬২ রানে জয়ী।









Discussion about this post