এবার নরেন্দ্র মোদি ম্যাজিকের কাছে হার মানলেন মোহাম্মদ আজহারউদ্দিন। গতবার পাশ করলেও এবার ফেল! একইসঙ্গে ভারতের লোকসভায কংগ্রেসের টিকিটে নির্বাচন করতে নেমে ভরাডুবি হল আরেক ক্রিকেটার মোহাম্মদ কাইফের।
আজহারউদ্দিন অবশ্য গতবার এমপি নির্বাচিত হয়েছিলেন। কাইফের জন্য ছিল এবার প্রথম নির্বাচন। কিন্তু উত্তর প্রদেশের ফুলপুর আসনে মাত্র ১০ হাজার ভোট পেয়েছেন তিনি। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী কাসাব প্রাসাদ মাউরিয়ার কাছে হেরেছেন ৮৬ হাজার ৬১৮ ভোটের ব্যবধানে।
সাবেক ক্রিকেট অধিনায়ক আজহার প্রার্থী হয়েছিলেন রাজস্থানের টাং সাওয়ী মধুপুর আসনে। তিনি হারেন বিজেপির সুখবীর সিংয়ের কাছে।
১৬তম লোকসভা নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে নরেন্দ্র মোদীর ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। ভরাডুবি হয়েছে কংগ্রেসের।
Discussion about this post