ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
প্রস্তুতি ম্যাচ মানেই নিজেদের ভুল-ভ্রুটি সামলে নেওয়ার মিশন। কারণ এই ম্যাচের কোন রেকর্ডই যোগ হবে না। ম্যাচটিও পাবে না আন্তর্জাতিক স্বীকৃতি। ঠিক এমন এক ম্যাচে ব্যাটিং অনুশীলনটা সেরে নিয়েছে বাংলাদেশ। সামনে ছিল ভারতের ছুঁড়ে দেওয়া ৩৬০ রানের বড় লক্ষ্য। সেই ম্যাচটাতে দারুণ খেললেন লিটন দাস ও মুশফিকুর রহীম। তারপরও দল হারল ৯৫ রানের বড় ব্যবধানে।
অবশ্য এনিয়ে কোন আক্ষেপ থাকছে না টাইগারদের। কারণ বিশ্বকাপের আগে ব্যাট-বল অনুশীলনটা ঠিকই সেরে নিতে পেরেছে দল। ম্যাচে লিটন করেন ১০ বাউন্ডারিতে ৯০ বলে তুলেন ৭৩ রান। মুশফিক আউট ৯৪ বলে ৯০ রানে। সেঞ্চুরির কাছে গিয়েও আক্ষেপ নিয়ে মাঠ ছাড়লেন তিনি।
অলরাউন্ডারসহ ১০ ব্যাটসম্যান নিয়েও ৫০ ওভার ব্যাট করতে পারেনি বাংলাদেশ। তিন বল বাকি থাকতে অলআউট ২৬৪ রানে। তৃতীয় রান নেওয়ার চেষ্টায় রান আউট হয়ে যান মেহেদী হাসান মিরাজ। দশম ব্যাটসম্যান হিসেবে ৩০ বল ২৭ রান করেন তিনি। স্পিন বল খেলতে না পারার মাশুল দিল দল।
এর আগে লিটন-মুশফিকের ব্যাটিংয়েই দারুণ এগিয়ে যাচ্ছিল বাংলাদেশ। তৃতীয় উইকেট জুটিতে লিটন ও মুশফিক তুলেন ১২০ রান। কিন্তু কুলদ্বীপ যাদব ও যুবেন্দ্র চাহালের বোলিংয়ে পথ হারায় দল। সৌম্য সরকার করেন ২৫ রান। তামিম ইকবালকে ছাড়া খেলতে নামে দল।
মঙ্গলবার কার্ডিফের সোফিয়া গার্ডেনে টস হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশের বিপক্ষে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে করে ভারত তুলে ৩৫৯ রান। ১০২ রান তুলতেই ৪ উইকেট হারালেও লোকেশ রাহুল আর মহেন্দ্র সিং ধোনির ব্যাটে দাপটে এগিয়ে যায় ভারত। দু’জন গড়েন ১৬৪ রানে জুটি। ৪০ বলে হাফসেঞ্চুরি করেন ধোনি।
৪৫ বলে পঞ্চাশ করেন রাহুল। সেঞ্চুরি করেন ৯৪ বলে। ৯৯ বলে ১০৮ রান করে আউট রাহুল। ধোনি ৭৮ বলে ১১৩ রানে ফেরেন তিনি।
রুবেল হোসেন শিকার করেন দুই উইকেট। একটি করে উইকেট নিয়েছেন বাংলাদেশের পেসার মোহাম্মদ সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান ও স্পিনার সাকিব আল হাসান, সাব্বির রহমান।
৩০ মে শুরু হবে ইংল্যান্ড বিশ্বকাপ। বাংলাদেশ ২ জুন প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে।
সংক্ষিপ্ত স্কোর:
ভারত: ৫০ ওভারে ৩৫৯/৭ ( রোহিত ১৯, ধাওয়ান ১, কোহলি ৪৭, রাহুল ১০৮, শঙ্কর ২, ধোনি ১১৩, পান্ডিয়া ২১, কার্তিক ১১*, কার্তিক ৭*; মুস্তাফিজ ৮-০-৪৩-১, মাশরাফি ৬-২-২৩-০, সাইফ ৬-১-২৭-১, রুবেল ৮-০-৬২-২, আবু জায়েদ ৩-০-৪১-০, সাকিব ৬-০-৫৮-২, মিরাজ ৫-০-৪০-০, মোসাদ্দেক ৩-০-৩২-০, সাব্বির ৫-০-৩০-১)।
বাংলাদেশ: ৪৯.৩ ওভারে ২৬৪ (লিটন ৭৩, সৌম্য ২৫, সাকিব ০, মুশফিক ৯০, মিঠুন ০, মাহমুদউল্লাহ ৯, সাব্বির ৭, মোসাদ্দেক ০, সাইফউদ্দিন ১৮, মিরাজ ২৭, রুবেল ০*; শামি ৪-০-২২-০, বুমরাহ ৫-০-২৫-২, ভুবনেশ্বর ৫-০-১৯-০, কুলদীপ ১০-০-৪৭-৩, শঙ্কর ৬-০-৪৬-০, চেহেল ১০-০-৫৫-৩, জাদেজা ৯.৩-০-৪০-১)
ফল: ভারত ৯৫ রানে জয়ী।
Discussion about this post