ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) প্রতি বছরই খেলে থাকেন একাধিক পাকিস্তানি ক্রিকেটার। এদিকে পাকিস্তান সুপার লিগেও (পিএসএল) মাঠ মাতান বাংলাদেশি ক্রিকেটাররা। যে কারণে দুই দেশের ক্রিকেটারদের মধ্যে দারুণ সম্পর্ক গড়ে উঠেছে। তবে এবার পিএসএল মাতানো তামিম ইকবাল জানিয়েছেন মজার অভিজ্ঞতার কথা। লাহোর কালান্দার্সের হয়ে এ ওপেনার নাকি পাকিস্তানি ক্রিকেটারদের সাথে আলাপে ইংরেজি, উর্দু ব্যবহারের পাশাপাশি কিছু বাংলাও শেখানোর চেষ্টা করছেন।
তামিম বর্তমানেও পাকিস্তানে অবস্থান করছেন লাহোর কালান্দার্সের হয়ে প্লে-অফে খেলতে। ইতোমধ্যেই মুলতানকে হারিয়ে প্রথমবারের মতো ফাইনালে পৌঁছে গেছে তামিম-হাফিজদের কালান্দার্স। ম্যাচটিতে ২০ বলে ৩০ করেছেন তামিম।
পাকিস্তানি একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তামিম জানান নিজেদের মধ্যে যোগাযোগে ইংরেজি ও উর্দুর পাশাপাশি পাকিস্তানি ক্রিকেটারদের বাংলা শেখানোর চেষ্টাও করেন,‘আমরা দুই ভাষাতেই কথা বলার চেষ্টা করি। ইংরেজির সাথে কিছু উর্দুও বলার চেষ্টা করি আমি। আমি জানিনা কতটা ভালো আমি উর্দুতে। আমিও তাদেরকে কিছু বাংলা শেখানোর চেষ্টা করি। তাদের মধ্যে কেউ কেউ কিছু বাংলা পারেও।’
ভিডিও সাক্ষাৎকারে উপস্থাপিকা পাকিস্তানি ভক্তদের উদ্দেশ্যে উর্দুত কিছু বলতে বললে অবশ্য রাজি হননি তামিম। মূলত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কড়া নির্দেশের কারণে এমনটা করেছেন তামিম। এ ব্যাপারে টাইগার ওপেনার বলেন, ‘দূর্ভাগ্যজনকভাবে আমি উর্দু বলতে পারবো না। কারণ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে নির্দেশনা দেওয়া আছে আমি কেবল বাংলা অতবা ইংরেজি বলতে পারবো। কিন্তু আমি সামান্য কিছু বলতে পারি, আমি হয়তো এক দু্ইটা শব্দ বলতে পারবো। ‘‘আসসালামু আলাইকুম, আমাদের দলের জন্য দোয়া করবেন আমরা যেন জিততে পারি (উর্দুতে)’’।’
বেশ কিছু পাকিস্তানি বড় তারকার সাথে খেলতে পরায় নিজের সৌভাগ্যবান মনে করছেন তামিম,‘এটা আমার সৌভাগ্য যে বেশ কিছু পাকিস্তানি বড় তারকার সাথে আমার খেলার সুযোগ হয়েচে। নাম ধরে বলতে গেলে শহীদ আফ্রিদি, শোয়েব মালিক ঢাকা লিগের একটি ম্যাচে মোহাম্মদ ইউসুফের সাথেও খেলা হয়েছে। এর বাইরেও অনেক পাকিস্তানি আছে। তারা টি-টোয়েন্টি ফরম্যাটে স্বর্ণের মত। তাদের সাথে খেলা দারুণ ব্যাপার।’
Discussion about this post