স্বপ্নের মতো ক্রিকেট খেলছেন তিনি। ঘরোয়া ক্রিকেটে ব্যাট হাতে যা করতে চাইছেন, ঠিক যেন তাই হচ্ছে। তার পথ ধরেই এবার নতুন এক উচ্চতায় পা রাখলেন এনামুল হক বিজয়। প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের এই ব্যাটসম্যান গড়লেন ইতিহাস। দেশের প্রথম ক্রিকেটার হিসেবে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে হাজার রান করলেন।
মঙ্গলবার রূপগঞ্জ ক্রিকেটার্সের বিপক্ষে ব্যক্তিগত ৭০ রান তুলতেই নতুন এই কীর্তি গড়েন বিজয়। চলতি প্রিমিয়ার লিগে ৯৩০ রান নিয়ে মঙ্গলবার সুপার লিগের চতুর্থ রাউন্ডে মাঠে নামেন তিনি। বিকেএসপির মাঠে ৭০ তুলতেই মাতে উল্লাসে। ইতিহাস জানাচ্ছে-লিস্ট ‘এ’ মর্যাদা পাওয়ার পর প্রথম ক্রিকেটার হিসেবে ঢাকা লিগে এক মৌসুমে এক হাজার রানের রেকর্ড গড়লেন তিনি।
বিকেএসপির ৩ নম্বর মাঠে গড়লেন নতুন ইতিহাস। এবার এনামুলের ব্যাটে শুরু থেকেই রান উৎসব। সুপার লিগ শুরুর আগে ১০ ম্যাচে ৭২.৮০ গড়ে ও ৯৭.৯৮ স্ট্রাইক রেটে রান করেন ৭২৮।
এরপর সুপার লিগের দ্বিতীয় ম্যাচে সাইফ হাসানের ৮১৪ রানের রেকর্ড টপকে যান এনামুল হক বিজয়। ২০১৩ সালে লিস্ট ‘এ’ মর্যাদা পাওয়ার পর ২০১৯ সালে সাইফ হাসান ৮১৪ রান করেন ১৬ ইনিংস খেলে।
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ লিস্ট ‘এ’ ক্রিকেটের মর্যাদা পাওয়ার আগে গাজী আশরাফ হোসেন লিপু, স্টিভ টিকোলোর এক মৌসুমে হাজার রান করার রেকর্ড ছিল। সেসব অবশ্য রেকর্ডে লেখা নেই। ১৯৮৪-১৯৮৫ সৌমুমে আবাহনীর অধিনায়ক লিপু প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে এক লিগে হাজার রান করেন। ২০০১ সালে মোহামেডানের হয়ে টিকোলো ১৬ ইনিংসে ১২২৭ রান করেন। এবার বিজয় হাজার রান ক্লাবে। এটাই এখন রেকর্ড। কারণ আগেরগুলো লিস্ট এ মর্যাদার ছিল না।
লিস্ট ‘এ’ মর্যাদা পাওয়ার আগে অনেক রেকর্ড সংরক্ষিত নেই। বিজয় সেক্ষেত্রে গড়লেন ইতিহাস। চলতি লিগে ৩ সেঞ্চুরি ও ৮ ফিফটিতে তার রান ১০৪২। আরেকটি ম্যাচ খেলা বাকি তার।
Discussion about this post