ক্যারিয়ারে বড় ধাক্কা খেলেন নাসির হোসেন। এবার অবশ্য অফ ফর্মের জন্য নয়, হাঁটুতে গুরুতর চোট পেয়ে মাঠের বাইরে চলে গেলেন এই অলরাউন্ডার। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক দেবাশীষ চৌধুরী ধারনা করছেন ডান হাঁটুর লিগামেন্ট আঘাতপ্রাপ্ত হয়েছে নাসিরের। লিগামেন্ট ছিঁড়ে যাওয়ার শঙ্কা আছে। সেটি হলে কমপক্ষে ৬ মাস মাঠের বাইরে থাকতে হবে তাকে। এমন কী অস্ত্রোপচারও করতে হতে পারে!
ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) শেষে কয়েকদিনের বিশ্রামে ছিলেন ক্রিকেটাররা। এরইমধ্যে নাসির হোসেন পড়লেন ইনজুরিতে। ছুটির মধ্যে নাসির চোট পেয়েছেন ডান হাঁটুতে। চিকিৎসকরা আশঙ্কা করছেন, হাঁটুর লিগামেন্টই ছিঁড়ে গেছে এ অলরাউন্ডারের! তবে ব্যাপারটি তারা স্পষ্ট করে বলতে পারবেন এমআরআই রিপোর্ট দেখে। তার আগে দেবাশীষ বলেন, ‘তাকে অ্যাপোলোতে পাঠানো হয়েছে। এমআরআই রিপোর্ট দেখে বুঝতে পারব, চোট কতটা গুরুতর। তবে প্রাথমিক রিপোর্টে ভালো কিছু দেখিনি।’
চিকিৎসকের আশঙ্কা যদি সত্যি হয়, অস্ত্রোপচার লাগতে পারে নাসিরের। সেটি হলে প্রায় ছয় মাস মাঠের বাইরে থাকতে হবে এই ক্রিকেটারকে। সোমবার বিসিবিতে সবার মনে প্রশ্ন ছিল একটাই, ছুটির মধ্যে কিভাবে চোট পেলেন সদ্যই আবাহনী লিমিটেডকে শিরোপা এনে দেওয়া এ ক্রিকেটার। এ ব্যাপারে বিসিবির ব্যাখ্যা ছিল এমন- অনুশীলন করতে গিয়েই হাঁটুতে চোট পেয়েছেন নাসির। কিন্তু অন্য একটি সূত্রে জানা গেল, চোটটা মোটেও ক্রিকেটীয় কারণে নয়। বন্ধুর বিয়েতে ছুটিতে সিরাজগঞ্জে ফুটবল খেলার সময় নাকি হাঁটুতে চোট পেয়েছেন তিনি!
যদিও এনিয়ে মুখ খুলছেন না নাসির!
Discussion about this post