ব্যাটিং স্বর্গে প্রায় দু’দিন রাজত্ব করেছেন ভারতের ব্যাটসম্যানরা। বিরাট কোহলির ব্যাটে রেকর্ড গড়া ডাবল সেঞ্চুরি। শতরান পেয়েছেন মুরালি বিজয় আর ঋদ্ধিমান সাহা। তাতেই ৬ উইকেট হারিয়ে ১ম ইনিংসে ৬৮৭ রানে প্রথম ইনিংস ঘোষণা করে স্বাগতিকরা। ভারতের সর্বোচ্চ রানের টেস্ট ইনিংসের তালিকায় এটি থাকল পঞ্চমস্থানে। তেমন একটা চ্যালেঞ্জের সামনে দাঁড়িয়ে এলোমেলো ক্রিকেট খেলছে বাংলাদেশ। ধৈর্যের পরীক্ষা না দিয়ে উইকেট পতনের মিছিলে মহা বিপর্যয়ে টাইগাররা। ফলোঅন এড়ানোর কঠিন লড়াইয়ে টেস্টের তৃতীয় দিন লাঞ্চ বিরতিতে যাওয়ার আগেই বিদায় নিলেন ৪ উইকেট ব্যাটসম্যান। ১ম ইনিংসে সফরকারীরা ৪৩ ওভারে করেছে ১২৫ রান।
ভারতকে আবারো ব্যাটিংয়ে পাঠাতে এখনো আরো প্রয়োজন ৩৬৩ রান। উইকেটে সাকিব আল হাসান ২৯ ও মুশফিকুর রহীম ৬ রানে। যাদের হাতেই বাংলাদেশের ভাগ্য। নিউজিল্যান্ডে অবশ্য সফল হয়েছিল এই জুটি।
রাজিব গান্ধী স্টেডিয়ামে শনিবার শুরুতেই রান আউট হয়ে ফিরেন তামিম ইকবাল। দুই রান নিতে গিয়ে সতীর্থ মমিনুল হকের সঙ্গে ভুল বোঝাবুঝি। করলেন ২৫ রান। মুমিনুল হকও চট জলদি তাকে অনুসরণ করেন। উমেশ যাদবের বলে এলবিডাব্লিউ। ১২ রানে আউট। মাহমুদুল্লাহ রিয়াদ ও সাকিব আল হাসান জুটি গড়ে বিপর্যয় এড়ানোর চেষ্টা করেও ব্যর্থ। মাহমুদুল্লাহ ২৮ রানে ইশান্ত শর্মার বলে লেগ বিফোর উইকেট।
২০০০ সালে টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর এই প্রথম ভারতে টেস্ট খেলতে নেমেছে বাংলাদেশ। কিন্তু এখন অব্দি স্মরণীয় কিছুই মিলেনি!
সংক্ষিপ্ত স্কোর-
ভারত ১ম ইনিংস: ১৬৬ ওভারে ৬৮৭/৬ ইনিংস ঘোষণা (রাহুল ২, বিজয় ১০৮, পুজারা ৮৩, কোহলি ২০৪, রাহানে ৮২, ঋদ্ধিমান ১০৬* অশ্বিন ৩৪, জাদেজা ৬০*; তাসকিন ১/১২৭, রাব্বি ০/১০০, সৌম্য ০/৪, মিরাজ ২/১৬৫, সাকিব ০/১০৪, তাইজুল ৩/১৫৬, সাব্বির ০/১০, মাহমুদউল্লাহ ০/১৬)।
Discussion about this post