ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
নেদারল্যান্ডসের মিরাকলে পাওয়া সুযোগ কাজে লাগাতে পারল না বাংলাদেশ। রোববার ব্যাটিং-বোলিং-ফিল্ডিং- তিন বিভাগেই ব্যর্থতার পরিচয় দেয় টিম টাইগার্স। এর সঙ্গে বাজে আম্পায়ারিং তো ছিলই। যে কারণে এদিন পাকিস্তানের কাছে ৫ উইকেটে হেরে এবারের বিশ্বকাপ থেকে বিদায় নিলো সাকিব আল হাসানের দল।
অ্যাডিলেডে রোববার টস জিতে আগে ব্যাট করতে নেমে বাংলাদেশ তোলে ২০ ওভারে ৮ উইকেটে ১২৭ রান। জবাবে ১১ বল আর ৫ উইকেট হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় পাকিস্তান।
পাকিস্তানের সামনে ছোট লক্ষ্য দিয়েও বোলিংয়ের শুরুটা ভাল হতো বাংলাদেশের, যদি তৃতীয় ওভারে মোহাম্মদ রিজওয়ানের ক্যাচ না ছাড়তেন সোহান। এ সুযোগে বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানের জুটিতে ৫৭ রান তোলে পাকিস্তান।
রোববার বিশ্বকাপ থেকে বাংলাদেশকে ছিটকে দিয়েছেন মূলত মোহাম্মদ হারিস। ১৮ বলে ৩১ রানের ইনিংস খেলার পথে নেওয়াজের সঙ্গে ২০ বলে ৩১ রানের পর শান মাসুদের সঙ্গে ১৪ বলে ২৯ রানের জুটি গড়েন হারিস।
পাকিস্তান জয় পেয়েছে ১১ বল বাকি থাকতে, ৫ উইকেটে। এ হারে নেদারল্যান্ডসের নিচে থেকে বিশ্বকাপ শেষ করেছে বাংলাদেশ।
এরআগে ব্যাট করতে নেমে লিটন দাস, নাজমুল হোসেন শান্ত কিংবা সৌম্য সরকাররা যেভাবে শুরু করেছিলেন, কিংবা প্রথম ১০ ওভার যেভাবে খেলেছিলো বাংলাদেশ, শেষটা তেমন হয়নি। বাংলাদেশের রান যেখাকে কম করে ১৫০ হওয়ার কথা, সেখানে হলো কেবল ১২৭।
১০ ওভারে বাংলাদেশের রান ছিল ১ উইকেট হারিয়ে ৭০। ওই সময় দেয়া হয় পানি পানের বিরতি। এরপরই ভোজবাজির মত সব পাল্টে যায়। ১১তম ওভারে পরপর দুই বলে দুই উইকেট তুলে নেন শাদাব খান। সৌম্য সরকারের পর সাকিব আল হাসান ব্যাট করতে নেমেই বিতর্কিত এলবিডব্লিউ আউটের শিকার হলেন। এরপরই পুরোপুরি ব্যাকফুটে চলে যায় বাংলাদেশ। আল্ট্রা এডজ ভিউতে স্পষ্ট দেখা যাচ্ছে বল ব্যাট ছুঁয়েছিল, ব্যাট মাটি ছোঁয়নি; কিন্তু টিভি আম্পায়ার অনেকটা তাড়াহুড়ো করেই ফিল্ড আম্পায়ারের এলবিডব্লিউর সিদ্ধান্তই বহাল রাখলেন। আউট দিলেন সাকিবকে। এ সিদ্ধান্ত যেন মেনেই নিতে পারছিলেন না সাকিব। তাই তখনই ব্যাট ফুটে চলে যায় বাংলাদেশ।
সাকিবের পর বিদায় নেন নাজমুল হোসেন শান্ত ৪৮ বলে ৫৪ রান করে। ৭টি বাউন্ডারির মার মারেন তিনি। মূলতঃ সাকিব-সৌম্যর বিদায়ের পর যে ব্যাকফুটে গিয়েছিল টাইগাররা সেখান থেকে বের হতে পারেনি আর। শেষ পর্যন্ত তাই হতাশা সঙ্গী করেই এবারের বিশ্বকাপ থেকে বিদায় নিলো টিম টাইগার্স।
Discussion about this post