চ্যাম্পিয়ন হিসেবে খেলতে নেমে প্রথম ম্যাচেই মুদ্রার উল্টো পিঠ দেখল বাংলাদেশ দল। হার দিয়েই যুব বিশ্বকাপে মিশন শুরু হলো
গতবারের চ্যাম্পিয়নদের। ইংল্যান্ডের যুবাদের সঙ্গে পেরে উঠলেন না রকিবুল হাসানরা। সেন্ট কিটসে রোববার ‘এ’ গ্রুপের ম্যাচে ইংল্যান্ড জিতল ৭ উইকেটে।
অবশ্য ব্যাট হাতে বাজে খেলার মাশুল দিয়ে ম্যাচটা হারল জুনিয়র টাইগাররা। ৯৭ রানে ইনিংস শেষের পরই যেন হার লেখা হয়ে যায়। ঘুরে দাঁড়ানোর মিশনে আগামী বৃহস্পতিবার কানাডার বিপক্ষে লড়বে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।
বিশ্বকাপে প্রথম ম্যাচ খেলতে নেমেই ভরাডুুবি ব্যাটসম্যানদের। ৫১ রানে ৯ উইকেট হারায় দলটি। এরপর শেষ উইকেটে রিপন মণ্ডল ও নাইমুর রহমানের ৪৬ রানের জুটিতে কিছুটা সম্মানজনক স্কোর আসে। শেষ ব্যাটসম্যান হিসেবে নেমে ৩৩ রান করে অপরাজিত রিপন।
ইংল্যান্ডের যুবা ক্রিকেটার জশুয়া বয়ডেন ১৬ রান দিয়ে নেন ৪ উইকেট । তিনিই পান ম্যাচ সেরার পুরস্কার।
ম্যাচশেষে বাংলাদেশের অধিনায়ক রকিবুল দায়ী করলেন ব্যাটসম্যানদের। তিনি বলেন, ‘আমাদের ব্যাটিং নিয়ে বসতে হবে, ব্যাটিংয়ে উন্নতি করতে হবে। আশা করছি পরের ম্যাচে ঘুরে দাঁড়াতে পারব। শেষ দিকে কিছু ব্যাটসম্যান ভালো ব্যাট করেছে। আমাদের মূল ব্যাটসম্যানরা পারফর্ম করতে পারলে অনেক ভালো করতে পারব। বোলিং আমরা ভালোই করেছি, উইকেট থেকে সহায়তা পেয়েছি। তাই বোলিং ও ফিল্ডিং ইউনিট নিয়ে খুশি আমি। আমাদের ব্যাটিংয়ে নজর দিতে হবে আর উন্নতি করতে হবে।’
সংক্ষিপ্ত স্কোর-
বাংলাদেশ: ৩৫.৩ ওভারে ৯৭/১০ (মাহফিজুল ৩, আরিফুল ৪, নাবিল ০, আইচ ১৩, ফাহিম ১, আশিকুর ৯, মামুন ৪, মেহরব ১৪, রকিবুল ০, নাইমুর ১১, রিপন ৩৩*; বয়ডেন ৯-৪-১৬-৪, সেলস ৯-২-২৯-১, ফাতেহ ৬-০-২৯-১, অ্যাস্পিনওয়াল ৮-১-১৮-২, প্রেস্ট ২.২-১-৫-১, বেথেল ১-১-০-০)
ইংল্যান্ড: ২৫.১ ওভারে ৯৮/৩ (থমাস ১৫, বেথেল ৪৪, প্রেস্ট ৪, রিউ ২৬*, লুক্সটন ৬*; আশিকুর ৪-৩-৪-০, মেহরব ৬-২-২৫-০, রকিবুল ৪-১-১৩-১, রিপন ৬-১-২৩-১, আরিফুল ২.১-০-১১-০, নাইমুর ৩-০-২২-০)
ফল: ইংল্যান্ড ৭ উইকেটে জয়ী
ম্যাচসেরা: জশুয়া বয়ডেন
Discussion about this post