শেষ পর্যন্ত বৃষ্টিরই জয় হল। পিছিয়ে গেল বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চতুর্থ আসর। তবে মজার ব্যাপার হচ্ছে- পরিত্যক্ত হয়ে টুর্নামেন্টের প্রথম তিন দিনের খেলার সূচিতে নতুন করে ঠিক করেছেন আয়োজকরা। শুক্রবার উদ্বোধনী দিনের দুটি ম্যাচ বৃষ্টিতে ভেসে গিয়েছিল। শনিবারও ঝিরিঝিরি বৃষ্টির কবলে খেলা। এরপরই তড়িগড়ি করে বিপিএল গভর্নিং কাউন্সিল সূচিতে পরিবর্তন নিয়ে আসে।
আয়োজকরা জানিয়েছেন- বিপিএল আবারো শুরু হবে ৮ নভেম্বর থেকে। তবে পরিত্যক্ত ম্যাচগুলোও হবে। দিনের নির্ধারিত বরিশাল বুলস ও ঢাকা ডায়নামাইটসের মধ্যকার ম্যাচ সন্ধ্যায় ও সন্ধ্যার কুমিল্লা ভিক্টোরিয়ান্স বনাম চিটাগং ভাইকিংসের ম্যাচটি দিনে হতে পারে।
বিপিএলে ১০ ও ১৪ নভেম্বর কোন ম্যাচ নেই। এই দুইদিনে শুক্র, শনি ও রোববারের ম্যাচগুলো হবে।
মঙ্গলবার দিনের প্রথম ম্যাচে বরিশাল বুলস ও ঢাকা ডায়নামাইটস মুখোমুখি হওয়ার কথা ছিল। দুপুর দুইটায় শুরু হওয়া ম্যাচটি সন্ধ্যা সাতটায় হবে। বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও চিটাগং ভাইকিংসের মধ্যকার দুপুরে শুরু হবে। তার মানে পরিত্যক্ত উদ্বোধনী ম্যাচ ফের দেখতে পারবেন ক্রিকেটপ্রেমীরা।
Discussion about this post