আক্ষেপ নিয়েই ক্যারিয়ারের প্রথম ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) শেষ হয়ে গেলো লিটন দাসের। পারিবারিক কারণে মাঝপথে দেশে ফিরলেন কলকাতা নাইট রাইডার্সের এই তারকা ক্রিকেটার। শুক্রবার দেশে ফিরেছেন লিটন। প্রথমবার আইপিএল খেলতে গত ৯ এপ্রিল ভারতে যান তিনি। কলকাতা নাইট রাইডার্স এক বিজ্ঞপ্তিতে দিয়ে লিটনের ফেরার বিষয়টি নিশ্চিত করেছে।
কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএল খেলতে ভারতে ছিলেন তিনি। লিটনের ফিরে আসার বিষয়টি কলকাতা দলের মিডিয়া বিভাগ থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, ‘২৮ এপ্রিল, শুক্রবার, জরুরি পারিবারিক কারণে লিটন দাসকে বাংলাদেশে ফিরে যেতে হয়েছে। এই কঠিন সময় পেরিয়ে যেতে তার ও তার পরিবারের জন্য শুভকামনা আমাদের।’
ক্যারিয়ারের প্রথম আইপিএলে এবার একটি ম্যাচ খেলেছেন লিটন। গত ২০ এপ্রিল দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে আইপিএল অভিষেক হয়। সেই ম্যাচে করেন মাত্র ৪ রান। এরপর থেকে অবশ্য সুযোগ পাননি। এবার সাকিব আল হাসানেরও খেলার কথা ছিল কলকাতা নাইট রাইডার্সে। কিন্তু নিজেকে এই মৌসুম থেকেই সরিয়ে নেন।
আগামী মাসে ইংল্যান্ডে অনুষ্ঠেয় আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের আগেই লিটনের ফেরার কথা ছিল। আগামী ৩০ এপ্রিল তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য দেশ ছাড়ার কথা টাইগারদের। যদিও লিটন ও মুস্তাফিজুর রহমানের জাতীয় দলের হয়ে যোগ দেওয়ার কথা ছিল আরেকটু পরে।
বাংলাদেশ দল ইংল্যান্ডে যাবে দুই ভাগে। বড় অংশটিই যাবে ৩০ এপ্রিল রাতে। চেমসফোর্ডে আয়ারল্যান্ডের বিপক্ষে তিনটি ওয়ানডে ৯, ১২ ও ১৪ মে। ছুটি কাটিয়ে সেখানেই দলের সঙ্গে যোগ দেবেন সাকিব আল হাসান। তিনি পরিবারের কাছে মার্কিন যুক্তরাষ্ট্রে আছেন।
Discussion about this post