কলম্বোতে শততম টেস্টে জয়ের তৃপ্তি নিয়ে দেশে ফিরে এসেছিলেন তিনি। বলা হচ্ছিল ইমার্জিং এশিয়া কাপে বাংলাদেশ দলের হয়ে খেলবেন। কিন্তু হঠাৎই ডাক আসল শ্রীলঙ্কা থেকে। চট জলদি বৃহস্পতিবার দুপুরেই সেই দ্বীপ দেশটির উদ্ধেশ্যে উড়াল দিলেন এই টাইগার অলরাউন্ডার। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে স্কোয়াডের ১৭ নম্বর সদস্য মেহেদী হাসান মিরাজ।
এর আগে টেস্ট সিরিজ চলাকালেই ১৬ সদস্যের ওয়ানডে স্কোয়াড ঘোষণা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে ছিলেন না মিরাজ। তাইতো দেশে ফিরেছিলেন এই ডানহাতি। শ্রীলঙ্কার বাঁহাতি ব্যাটসম্যানদের কথা চিন্তা করেই হয়তো তাকে ফের দলে নিয়েছেন নির্বাচকরা।
এদিকে তার জায়গায় ইমার্জিং এশিয়া কাপে খেলবেন নাঈম হাসান।
এ পর্যন্ত সাতটি টেস্ট খেলেছেন মিরাজ। নিয়েছেন ৩৪টি উইকেট। অপেক্ষায় ছিলেন ওয়ানডে ক্রিকেটে অভিষেকের। এতো দ্রুত সেই ডাক মিলবে কে জানতো?
শ্রীলঙ্কার বিপক্ষে মাশরাফিদের প্রথম ওয়ানডে ২৫ মার্চ। ২৮ মার্চ ও ১ এপ্রিল যথাক্রমে সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে ম্যাচ।
ওয়ানডেতে বাংলাদেশ দল-
তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মুশফিকুর রহীম, সাকিব আল হাসান, সাব্বির রহমান, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন, মাশরাফি বিন মুর্তজা, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, শুভাশীষ রায় চৌধুরী, সানজামুল ইসলাম, শুভাগত হোম চৌধুরী, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ।
Discussion about this post