ঈদের পরই ফের সরগরম হয়ে উঠবে দেশের ক্রিকেট। বাংলাদেশ সফরে আসছে শ্রীলঙ্কান ক্রিকেট দল। সিরিজের প্রথম টেস্টের দলে অবশ্য দুটো পরিবর্তন এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ইনজুরির কারণে ছিটকে গেছেন মেহেদী হাসান মিরাজ। তার পরিবর্তে দীর্ঘদিন পর ডাক পেয়েছেন অফ স্পিনার নাঈম হাসান। একদিন আগে যুক্ত হয়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত।
নির্বাচকরা চেয়েছেন বলেই শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের দলে জায়গা পেয়েছেন মোসাদ্দেক। প্রথম শ্রেণির ক্রিকেটে সাম্প্রতিক সময়ে প্রায় কিছু না করেই টেস্ট দলে ফিরেছেন মোসাদ্দেক। ২০১৯-২০ ও ২০২০-২১ মৌসুমে ব্যাটিং ও বোলিংয়ে ছিলেন তেমন কিছুই করতে পারেন নি। দুই মৌসুম মিলিয়ে ৪১.৫ গড়ে ২ উইকেট পেয়েছেন তিনি।
২০১৯-২০ মৌসুমে ব্যাটিংয়ে ৩ ম্যাচে ৫ ইনিংস মিলিয়ে ২৬ গড়ে করেন মাত্র ১০৪ রান। ২০২০-২১ মৌসুমে ৩ ম্যাচে ৫ ইনিংসে দুই ফিফটিতে ৩৭.৫০ গড়ে তুলেছেন মাত্র ১৫০ রান। তারপরও তাকে দলে ডেকেছেন নির্বাচকরা।
অবশ্য লঙ্কানদের বিপক্ষে সফল তিনি। ২০১৭ সালে শ্রীলঙ্কা সফরে বাংলাদেশের শততম টেস্ট দিয়ে তার অভিষেক। সেখানে খেলেন ৭৫ রানের দেখার মতো এক ইনিংস।
ঈদের পর ৮ মে বাংলাদেশে পৌঁছাবে শ্রীলঙ্কান ক্রিকেট দল। সেদিনই অনুশীলন শুরু করবে টাইগাররা। এরপর খেলবে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি ম্যাচ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে ১৫ মে শুরু হবে প্রথম টেস্ট। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ২৩ মে শুরু দ্বিতীয় ও শেষ টেস্ট।
বাংলাদেশ টেস্ট দল
মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, ইয়াসির আলি চৌধুরি, মোসাদ্দেক হোসেন, তাইজুল ইসলাম, নাঈম হাসান, ইবাদত হোসেন চৌধুরি, শহিদুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, নুরুল হাসান সোহান, রেজাউর রহমান রাজা, শরিফুল ইসলাম (ফিটনেস প্রমাণ সাপেক্ষে)।
Discussion about this post