এ যেন বিনা মেঘে বজ্রপাত! মেলবোর্ন টেস্টে হারের পরই ঘোষণাটা দিলেন মহেন্দ্র সিং ধোনি। ভারত অধিনায়ক জানালেন সাদা পোশাকে জাতীয় দলের হয়ে আর খেলবেন না তিনি। তাইতো ৬ জানুয়ারি শুরু সিডনি টেস্টে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন বিরাট কোহলি।
ঘোষণা মিডিয়াতে হঠাৎ এলেও ভেতরে ভেতরে আগেই প্রস্তুত ছিলেন ধোনি। এনিয়ে তিনি কথাও বলেছেন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) কর্তাদের সঙ্গে।
তাইতো মঙ্গলবার বিসিসিআই এক বিজ্ঞপ্তিতে জানাল, ওয়ানডে ও টি-টুয়েন্টি ক্রিকেটে আরো বেশি মনোযোগ দিতেইটেস্ট থেকে সরে দাড়াল ধোনি।
তবে এনিয়ে গনমাধ্যমকে এখনো বিস্তারিত কিছু বলেন নি ভারতের সবচেয়ে সফল এই অধিনায়ক। তাইতো গুঞ্জনের ডালপালা মেলল। সিরিজের মাঝপথে কেন এই সরে দাড়ানো। সন্দেহ নেই সেটা তো অভিমানের ছোঁয়া লেগে আছে।
৬০ টেস্টে ভারতকে নেতৃত্ব দিয়েছেন ধোনি। জিতেছেন ২৭টিতে। ভারতের সবচেয়ে সফল টেস্ট অধিনায়ক তিনিই। তার নেতৃত্বে দল হেরেছে ১৫টিতে। ড্র ১৮ টেস্ট।
ধোনির হাত ধরেই ভারত উঠে আসে টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষে।
ক্যারিয়ারে মোট ৯০ টেস্ট খেলে ধোনি করেছেন ৪৮৭৬ রান। গড় ৩৮.০৩। ক্যাচ ২৫৬টি। স্ট্যাম্পিং ৩৮।
টেস্ট থেকে সরে দাড়ালেও ওয়ানডে আর টি-টুয়েন্টি খেলা চালিয়ে যাবেন ৩৩ বছর বয়সী এ উইকেট কিপার-ব্যাটসম্যান।
Discussion about this post