ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
কয়েকদিন আগে ঘরের মাঠে ওয়ানডে সিরিজে ব্যাট হাতে ঝড় তুলেছিল ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানরা। সিরিজও নিজেদের করে নিয়েছিল বেশ দাপটের সঙ্গেই। কিন্তু ফরম্যাটে পরিবর্তন আসার সঙ্গে সঙ্গে হঠাৎ করেই সেই ক্যারিবীয়রা গেল চুপসে। যদি তাই না হবে তাহলে কেন গত পরশু টি-টোয়েন্টির বিশ্ব চ্যাম্পিয়নরা গুটিয়ে গেল মাত্র ৭১ রানে। এ সিরিজের দ্বিতীয় ম্যাচেও স্বাগতিকরা ৪৫ রানে অলআউট হওয়ার লজ্জায় পড়েছিল। সেই সুযোগে অনায়াসেই তিন ম্যাচের সিরিজ জিতে নিয়েছে ইংল্যান্ড।
সিরিজের তৃতীয় টি-টুয়েন্টিতে গত পরশু ওয়েস্ট ইন্ডিজকে ৭১ রানে গুটিয়ে ইংল্যান্ড ৮ উইকেটের অনায়াস জয় তুলে নেন। তাতে এ সিরিজে বিশ্ব চ্যাম্পিয়নের হোয়াইটওয়াশ করে ইয়ন মরগানের দল।
টস জিতে ব্যাটিংয়ে নেমে প্রথম বলেই গত পরশু ওপেনার শেই হোপকে হারায় ওয়েস্ট ইন্ডিজ। এরপরই শিমরন হেটমায়ার অনুসরণ করেন তাকে। জন ক্যাম্পবেল ও ড্যারেন ব্রাভো চটজলদি ফিরলে পুরনো শঙ্কা জাগে। এবার কি ৪৫ রান টপকাতে পারবে উইন্ডিজ? সেই রান অবশ্য পেরিয়ে যেতে পেরেছে স্বাগতিকরা। ৭১ রানে থামে দল।
৩ ওভারে ৭ রানে ৪ উইকেট নিয়েছেন ডেভিড উইলি। টি-টোয়েন্টিতে এই বাঁহাতি পেসারের এটি প্রথম ৪ উইকেট। ৩ ওভারে ৯ রান দিয়ে মার্ক উডের শিকার ৩টি।
সহজ লক্ষ্যে খেলতে নেমে ইংল্যান্ডের দারুণ শুরু এনে দেন অ্যালেক্স হেলস। এ ডানহাতি করেন
১৩ বলে ২০ রান। পরে জনি বেয়ারস্টো ৩১ বলে ৩৭ রানে ভর করে জয়ের খুব কাছে পৌঁছে যায় সফরকারীরা। শেষ পর্যন্ত ওয়েন মরগান (১০*) ও জো রুট (৪) অপরাজিত থেকে বেশ আরামেই দলকে জিতিয়ে ফেরেন।
সংক্ষিপ্ত স্কোর:
ওয়েস্ট ইন্ডিজ: ১৩ ওভারে ৭১ (হোপ ০, ক্যাম্পবেল ১১, হেটমায়ার ৮, ব্রাভো ৪, হোল্ডার ১১, পুরান ১১, অ্যালেন ৭, ব্র্যাথওয়েট ০, বিশু ৩*, কটরেল ৪, ম্যাককয় ১০; উইলি ৪/৭, কারান ০/৮, জর্ডান ০/১৪, ডেনলি ১/১৪, উড ৩/৯, রশিদ ২/১৮)
ইংল্যান্ড: ১০.৩ ওভারে ৭২/২ (হেলস ২০, বেয়ারস্টো ৩৭, রুট ৪*, মর্গ্যান ১০*; কটরেল ০/১৬, অ্যালেন ০/২৫, হোল্ডার ১/১৯, বিশু ১/১১, ক্যাম্পবেল ০/১)।
ফল: ইংল্যান্ড ৮ উইকেটে জয়ী
সিরিজ: ৩ ম্যাচ সিরিজে ইংল্যান্ড ৩-০ তে জয়ী
ম্যাচসেরা: ডেভিড উইলি
সিরিজসেরা: ক্রিস জর্ডান
Discussion about this post