তিনি একজন ধর্মপ্রাণ মানুষ। ক্রিকেট নিয়ে যতো ব্যস্ততাই থাকুক ধর্ম-কর্মে ঠিকই মনোযোগ থাকে মঈন আলির। ইসলাম ধর্মের এই একনিষ্ট অনুসারি সেই ভালবাসা থেকেই এবার পাকিস্তান সুপার লিগের (পিএসএল) আসরে খেলছেন না। টুর্নামেন্টের সময় পরিবারের সবাইকে নিয়ে পবিত্র হজ পালন করতে মক্কায় থাকবেন। ২০০৯ এর নভেম্বরে প্রথমবার ওমরাহ করেন তিনি।
এখন ভারত সফরে আছেন ইংল্যান্ডের এই তারকা ক্রিকেটার মঈন আলি। পিএসএলের দল কোয়েটা গ্ল্যাডিয়েটর্সে তার খেলার কথা ছিল। ওয়েস্ট ইন্ডিজের কার্লোস ব্র্যাথওয়েটের জায়গায় ইংলিশ এই অলরাউন্ডারকে দলে নেয় কোয়েটা। কিন্তু তিনি খেলছেন না পিএসএলে।
মঈনের হজ করতে মক্কায় যাওয়ার খবরটাকে ইতিবাচকভাবেই দেখছে কোয়েটা। কেননা, পাকিস্তানের এই দলটিও বিশ্বাস করে সবার আগে ধর্ম-কর্ম। অবশ্য মঈন এর আর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ থেকেও হঠাৎ নিজেকে সরিয়ে নিয়েছিলেন। এদিকে চট জলদি মঈনের বিকল্পও খুঁজে নিল কোয়েটা। অস্ট্রেলিয়ার ব্র্যাড হজকে স্কোয়াডে টেনেছে তারা।
সব কিছু ঠিক থাকলে আরব আমিরাতে আগামী ৯ ফেব্রুয়ারি শুরু হবে পিএসএল। লাহোরে আগামী ৭ মার্চের ফাইনাল দিয়ে শেষ হবে টুর্নামেন্ট।
Discussion about this post