একেই বলে ক্যাপ্টেন্স নক। চাপের মুখে প্রতিরোধের প্রাচীর তুলে লড়াই করলেন তিনি। পঞ্চম উইকেটে শন মার্শকে নিয়ে দাপটে লড়ে যাচ্ছেন স্টিভেন স্মিথ। এরই পথ ধরে অ্যাশেজ সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ইংল্যান্ডের বিপক্ষে লিডের স্বপ্ন দেখছে অস্ট্রেলিয়া। ব্রিসবেনের গ্যাবায় সব সময় সাফল্য পেয়ে আসছে বোলাররা। শুক্রবার দারুণ একটি দিন কাটিয়েছেন দুই দলের বোলারা। দুই ইনিংস মিলিয়ে এরইমধ্যে মোট দশ উইকেট তুলে নিয়েছেন তারা। এরইমধ্যে স্মিথ অপরাজিত রয়েছেন ৬৪ রানে। অন্যদিকে মার্শ খেলছেন ৪৪ রানে। মূলত তাদের ব্যাটে ভর করে দিন শেষে ইংল্যান্ডের দেওয়া ৩০২ রানের জবাবে স্বাগতিকরা ১ম ইনিংসে তুলেছে ৪ উইকেটে ১৬৫ রান। সফরকারীদের চেয়ে এখনো অজিরা পেছনে ১৩৭ রানে।
এর আগে টেস্টের ২য় দিনের প্রথম সেশনেই মিচেল স্টার্ক, প্যাট কামিন্সরা ৩০২ রানে শেষ করে দেন ইংল্যান্ডের প্রথম ইনিংস। সফরকারীদের হয়ে ডেভিড মালান ৫৬ ও মঈন আলি করেন ৩৮ রান।
৩ উইকেটে ৭৬ রান নিয়ে চা-বিরতিতে যাওয়া অস্ট্রেলিয়া তৃতীয় সেশনের শুরুতে কোনো রান যোগ করার আগেই হারায় পিটার হ্যান্ডসকমকে। এরপরের গল্পটা শুধুই স্মিথ-মার্শের। দিনের বাকি ৩৭.১ ওভার কোনো উইকেট না হারিয়েই কাটিয়ে দেন তারা।
সংক্ষিপ্ত স্কোর-
ইংল্যান্ড ১ম ইনিংস: ১১৬.৪ ওভারে ৩০২/১০ (কুক ২, স্টোনম্যান ৫৩, ভিন্স ৮৩, রুট ১৫, মালান ৫৬, মঈন ৩৮, বেয়ারস্টো ৯, ওকস ০, ব্রড ২০, বল ১৪, অ্যান্ডারসন ৫*; স্টার্ক ৩/৭৭, হেইজেলউড ১/৫৭, কামিন্স ৩/৮৫, লায়ন ২/৭৮)।
অস্ট্রেলিয়া ১ম ইনিংস: ৬২ ওভারে ১৬৫/৪ (ব্যানক্রফট ৫, ওয়ার্নার ২৬, খাওয়াজা ১১, স্মিথ ৬৪*, হ্যান্ডসকম ১৪, মার্শ ৪৪*; অ্যান্ডারসন ১/২৬, ব্রড ১/১৮, মইন ১/৫০, ওকস ০/৩১, বল ১/৩৫, রুট ০/৫)
Discussion about this post