ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
দুঃস্বপ্ন নিয়েই শেষ হয়ে গেল স্টিভেন স্মিথের বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। প্রথমবারের মতো খেলতে এসে হতাশা নিয়েই ফিরলেন তিনি। ইনজুরি নিয়ে ঢাকা ছাড়ার আগে ফেরার কথা শুনিয়েছিলেন। কিন্তু চোটটা মামুলি নয়। শুধু বিপিএল নয়, সহসা ক্রিকেটে ফেরা হবে না অস্ট্রেলিয়ার নির্বাসিত এই ক্রিকেটারের।
শনিবার জানা গেল স্মিথের কনুইয়ের চোট বেশ গুরুতর। শুধু বিপিএল নয় পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও (আইপিএল) খেলা হচ্ছে না তার। এমন কী আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তনও পিছিয়ে যেতে পারে স্মিথের।
ঢাকা থেকে ফিরে গিয়ে অস্ট্রেলিয়ায় এমআরআই করিয়েছেন স্মিথ। তার কনুইয়ের লিগামেন্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। অস্ত্রোপচার করাতেই হবে তাকে। মঙ্গলবার অস্ত্রোপচার করাবেন তিনি। এরপর দেড়মাস মাঠের বিশ্রামে থাকতে হবে। তারপর ফিরে শুরু হবে ফিটনেসের লড়াই। মার্চে নির্বাসন শেষে ফেরাটাও শঙ্কায় পড়ল।
বিপিএলে নিয়ম পাল্টে স্মিথের খেলার সুযোগ করে দিয়েছিল বিসিবি। কুমিল্লা ভিক্টোরিয়ানসের নেতৃত্বে ছিলেন তিনি। দুটি ম্যাচে খেলে করেন ১৬ রান। প্রথম ম্যাচে সিলেট সিক্সার্সের বিপক্ষে ১৬ রান। রংপুর রাইডার্সের বিপক্ষে কোন রান পাননি।
বল টেম্পারিংয়ের জন্য অস্ট্রেলিয়ান ক্রিকেটে এক বছরের জন্য নিষিদ্ধ স্মিথ। আগামী মার্চে উঠে যাবে তার নিষেধাজ্ঞা। আর ২০১৯ বিশ্বকাপ ক্রিকেটের চূড়ান্ত দল ঘোষণার শেষ সময় আগামী ২৩ এপ্রিল। তার আগে তিনি ফিটনেস পাবেন কীনা সন্দেহ থেকে গেল!
Discussion about this post