ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
করোনা মহামারি বদলে দিয়েছে দৃশ্যপট। এখন সতর্ক থাকতে হয় প্রতিটা সময়। আর খেলোয়াড়দের তো স্বস্তিই নেই। জৈব-সুরক্ষা বলয়ে থাকতে হয় তাদের। এই যেমন ঢাকায় পা রেখেই হোটেল বন্দি ছিল অস্ট্রেলিয়া ক্রিকেট দল। রাজধানীর পাঁচ তারকা হোটেল ইন্টার কন্টিনেন্টালে রয়েছেন তারা। একই হোটেলে আছে বাংলাদেশ দলও।
বাংলাদেশ ও অস্ট্রেলিয়া ক্রিকেট দলের রুম কোয়ারেন্টাইন শেষ হবে শনিবারই। এরপর রোববার থেকে অনুশীলনে নেমে পড়বে তারা। তার আগে কোভিড পরীক্ষায় স্বস্তির খবর। হাসিমুখ সবার।
দুই দলের ক্রিকেটার, কোচিং ও সাপোর্টিং স্টাফদের সবারই প্রথম কোভিড পরীক্ষার ফল নেগেটিভ। এ অবস্থায় রোববার সকাল ১০টা থেকে ১ পর্যন্ত মিরপুর হোম অব ক্রিকেটে অনুশীলন করবে বাংলাদেশ দল।তারপর বিকেল ৪টায় মাঠে নামবেন অজিরা। কৃত্রিম আলোয় সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত অনুশীলন করবে তারা।
২ আগষ্ট বাংলাদেশ দল বিকেলে ও অস্ট্রেলিয়া দল অনুশীলন করবে সকালে। তারপরই দুই দলের পাঁচ ম্যাচ টি-টুয়েন্টি সিরিজ। যার প্রথম ম্যাচ শুরু ৩ আগস্ট, সন্ধ্যা ৬টায়। পরের চার ম্যাচ ৪, ৬, ৭ ও ৯ আগস্ট। প্রতিটি মিরপুরের শেরেবাংলায় শুরু হবে সন্ধ্যা ৬টায়।
তার আগে প্রস্তুতির পালা ক্রিকেটারদের। আর সতর্ক হয়েই মাঠে নামবে তারা। সবার আগে স্বাস্থ্যের কথাও যে ভাবতে হচ্ছে সবার!
Discussion about this post