ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
স্বপ্নের মতো এক জয়! না, তার চেয়েও বেশি! হেসে-খেলে একেবারে অনায়াসে দক্ষিণ আফ্রিকাকে হারাল বাংলাদেশ। তাও আবার প্রোটিয়াদের মাঠে। দক্ষিণ আফ্রিকার মাটিতে এই প্রথমবার ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ দল। বুধবার ৯ উইকেটের বড় জয়ে সিরিজটাও জিতে নিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। গড়েছে নতুন এক ইতিহাস। প্রথমবারের মতো প্রোটিয়াদের বিপক্ষে সিরিজ জয় বলে কথা।
এটি আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের ২০০তম জয়। সিরিজে প্রথম ম্যাচে জয়ের পর দ্বিতীয় ম্যাচে হার। তৃতীয় ম্যাচে এসে জিতে ২-১ ব্যবধানে সিরিজ জিতে নেয় তামিম ইকবালের বাংলাদেশ দল।
তাসকিন আহমেদের বোলিংয়েই বাজিমাত। তিনি তুলে নিয়েছেন ৫ উইকেট। দক্ষিণ আফ্রিকাকে মাত্র ১৫৪ রানে আটকে রাখে বাংলাদেশ। এরপর ১২৭ রানের উদ্বোধনী জুটি গড়েন তামিম ইকবাল ও লিটন দাস। ১৫৫ রানের লক্ষ্য বাংলাদেশ পেরিয়ে যায় ১৪১ বল বাকি থাকতেই।
৮২ বলে ১৪ চারে ৮৭ রানের দারুণ এক ইনিংস খেলেন বাংলাদেশ অধিনায়ক। ২০ বলে ১৮ রান তুলেন সাকিব।আগের সিরিজে হোয়াইটওয়াশড হয়ে এসেছিল শক্তিশালী ভারত, সেই দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশ জিতল সিরিজ। দেশের বাইরে এতদিন বাংলাদেশ ওয়ানডে সিরিজ জিতেছিল জিম্বাবুয়ে, কেনিয়া ও ওয়েস্ট ইন্ডিজে। এবার দক্ষিণ আফ্রিকাতেও সিরিজ জিতল টাইগাররা।
বুধবার সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকান ব্যাটিং গুঁড়িয়ে ৩৫ রানে ৫ উইকেট নেন তাসকিন। সফরকারী পেসারদের মধ্যে সবশেষ এমন সাফল্য পেয়েছিলেন শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গা। ২০১২ সালের জানুয়ারিতে পার্লে লঙ্কান ৫৪ রানে নেন ৫ উইকেট।
৬৪৮ ম্যাচ খেলতে নেমে বাংলাদেশ আজ বুধবার ২০০ জয়ের মাইলফলক স্পর্শ করলো। এসময়ে বাংলাদেশ ম্যাচ হেরেছে ৪২১টি। ড্র করেছেন ১৭ ম্যাচ। ফল আসেনি ৯টিতে। নবম দল হিসেবে দুইশ জয়ের মাইলফলক স্পর্শ করল বাংলাদেশ। বাংলাদেশের পরই আছে জিম্বাবুয়ে (১৭৭), আফগানিস্তান (১৩০)।
সংক্ষিপ্ত স্কোর-
দক্ষিণ আফ্রিকা: ৩৭ ওভারে ১৫৪/১০ (মালান ৩৯, ডি কক ১২, ভেরেইনা ৯, বাভুমা ২, ফন ডাসেন ৪, মিলার ১৬, প্রিটোরিয়াস ২০, মহারাজ ২৮, রাবাদা ৪, এনগিডি ০, শামসি ৩*; শরিফুল ৭-০-৩৭-১, মুস্তাফিজ ৭-০-২৩-০, মিরাজ ৫-০-২৭-১, তাসকিন ৯-০-৩৫-৫, সাকিব ৯-০-২৪-২)
বাংলাদেশ: ২৬.১ ওভারে ১৫৬/১ (তামিম ৮৭*, লিটন ৪৮, সাকিব ১৮*, রাবাদা ৫.৩-০-৩৭-০, এনগিডি ৫-০-২৪-০, মহারাজ ৭-০-৩৬-১, শামসি ৭-০-৪১-০, প্রিটোরিয়াস ২-০-১৮-০)
ফল: বাংলাদেশ ৯ উইকেটে জয়ী
সিরিজ: তিন ম্যাচের সিরিজ বাংলাদেশ বাংলাদেশ ২-১ ব্যবধানে জয়ী
Discussion about this post